ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

নতুন নৌ কর্মকর্তাদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ সম্পন

 

বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে, যেখানে নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩ ব্যাচের প্রশিক্ষণ শেষে নবীন কর্মকর্তারা সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন কর্মকর্তাদের সালাম গ্রহণ করেন।

৩১ জন নবীন কর্মকর্তার মধ্যে ২ জন নারী ছিলেন। অনুষ্ঠানের শেষে কৃতি মিডশিপম্যানদের পদক তুলে দেওয়া হয়। মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ সর্বোত্তম প্রশিক্ষণার্থীর সম্মানসূচক ‘সোর্ড অব অনার’ এবং এস এম আবরার ওবাইদ দ্বিতীয় সর্বোচ্চ অর্জনের জন্য ‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেন।

নৌবাহিনী প্রধান তার ভাষণে স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশ নৌবাহিনী প্রযুক্তি নির্ভর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সিম্যুলেশন ভিত্তিক প্রশিক্ষণ ও আধুনিক প্ল্যাটফর্ম সংযোজনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করছে। তিনি নবীন কর্মকর্তাদের সততা, দেশপ্রেম এবং কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানান।

কুচকাওয়াজের অংশ হিসেবে নেভাল এভিয়েশনের মেরিটাইম পেট্রোল বিমান ও হেলিকপ্টারের বিশেষ ফ্লাইপাস্টও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

নতুন নৌ কর্মকর্তাদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ সম্পন

আপডেট সময় : ০৯:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

 

বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে, যেখানে নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩ ব্যাচের প্রশিক্ষণ শেষে নবীন কর্মকর্তারা সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন কর্মকর্তাদের সালাম গ্রহণ করেন।

৩১ জন নবীন কর্মকর্তার মধ্যে ২ জন নারী ছিলেন। অনুষ্ঠানের শেষে কৃতি মিডশিপম্যানদের পদক তুলে দেওয়া হয়। মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ সর্বোত্তম প্রশিক্ষণার্থীর সম্মানসূচক ‘সোর্ড অব অনার’ এবং এস এম আবরার ওবাইদ দ্বিতীয় সর্বোচ্চ অর্জনের জন্য ‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেন।

নৌবাহিনী প্রধান তার ভাষণে স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশ নৌবাহিনী প্রযুক্তি নির্ভর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সিম্যুলেশন ভিত্তিক প্রশিক্ষণ ও আধুনিক প্ল্যাটফর্ম সংযোজনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করছে। তিনি নবীন কর্মকর্তাদের সততা, দেশপ্রেম এবং কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানান।

কুচকাওয়াজের অংশ হিসেবে নেভাল এভিয়েশনের মেরিটাইম পেট্রোল বিমান ও হেলিকপ্টারের বিশেষ ফ্লাইপাস্টও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।