
দর্শকদের দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে—মুক্তি পেতে চলেছে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল। ২০০৯ সালে রাজকুমার হিরানি পরিচালিত এই ব্লকবাস্টার ছবিটি র্যাঞ্চো, রাজু ও ফারহানের বন্ধুত্বের গল্পে দর্শকদের মুগ্ধ করেছিল।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিক্যুয়েলে আগের কাস্টে কোনো পরিবর্তন নেই। র্যাঞ্চোর চরিত্রে থাকছেন আমির খান, পিয়ার চরিত্রে ফিরছেন কারিনা কাপুর। রাজু ও ফারহানের ভূমিকায় যথাক্রমে শরমন যোশি ও আর মাধবন। বর্তমানে চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
প্রথম ছবির শেষে র্যাঞ্চো ও পিয়ার বিয়ের পরবর্তী জীবন থেকে গল্প শুরু হবে কি না, তা এখনো রহস্য, তবে নিশ্চিত যে তিন বন্ধুর নতুন অ্যাডভেঞ্চার এবং কৌতুক দর্শকদের মুগ্ধ করবে।
পরিচালক রাজকুমার হিরানি জানিয়েছেন, সিক্যুয়েলকে কেন্দ্রীভূত করে দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজ স্থগিত রেখেছেন। পরিকল্পনা দীর্ঘদিন আগে হলেও, সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলেন। অবশেষে, ২০২৬ সালে দর্শকের সামনে আসবে এই প্রিয় কাস্টের নতুন গল্প।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























