ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া

বলিউডের প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া সাম্প্রতিক অসুস্থতার কারণে আলোচনায় ছিলেন। গত ৮ নভেম্বর হৃদযন্ত্রের জটিল সমস্যার জন্য তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, প্রেম চোপড়া অ্যাওর্টিক স্টেনোসিসে ভুগছিলেন, যা একটি গুরুতর ভালভুলার হার্ট ডিজিজ। এ কারণে হৃদপিণ্ডের অ্যাওর্টিক ভালভ সংকুচিত হয়ে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। তবে আধুনিক চিকিৎসা পদ্ধতি ‘ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন’ বা ট্যাভির মাধ্যমে তাঁর ভালভ সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে—যা ওপেন-হার্ট সার্জারি ছাড়া সম্পন্ন করা যায়।

অভিনেতার জামাতা শরমন জোশী ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছেন, প্রেম চোপড়া এখন অনেকটাই সুস্থ। তিনি চিকিৎসায় যুক্ত বিশেষজ্ঞ ডাক্তার নীতিন গোখলে ও রবীন্দ্র সিং রাওয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাঁদের দক্ষতা ও যত্নেই শ্বশুর দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বাড়ি ফিরে বর্তমানে বিশ্রামে আছেন বর্ষীয়ান এই অভিনেতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া

আপডেট সময় : ০৭:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

বলিউডের প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া সাম্প্রতিক অসুস্থতার কারণে আলোচনায় ছিলেন। গত ৮ নভেম্বর হৃদযন্ত্রের জটিল সমস্যার জন্য তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, প্রেম চোপড়া অ্যাওর্টিক স্টেনোসিসে ভুগছিলেন, যা একটি গুরুতর ভালভুলার হার্ট ডিজিজ। এ কারণে হৃদপিণ্ডের অ্যাওর্টিক ভালভ সংকুচিত হয়ে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। তবে আধুনিক চিকিৎসা পদ্ধতি ‘ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন’ বা ট্যাভির মাধ্যমে তাঁর ভালভ সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে—যা ওপেন-হার্ট সার্জারি ছাড়া সম্পন্ন করা যায়।

অভিনেতার জামাতা শরমন জোশী ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছেন, প্রেম চোপড়া এখন অনেকটাই সুস্থ। তিনি চিকিৎসায় যুক্ত বিশেষজ্ঞ ডাক্তার নীতিন গোখলে ও রবীন্দ্র সিং রাওয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাঁদের দক্ষতা ও যত্নেই শ্বশুর দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বাড়ি ফিরে বর্তমানে বিশ্রামে আছেন বর্ষীয়ান এই অভিনেতা।