ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ঢাকার কনসার্ট বাতিলে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন: আতিফ আসলাম

ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর তার পারফর্ম করার কথা ছিল, তবে আয়োজকরা প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তাজনিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বাংলাদেশি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে আতিফ আসলাম জানিয়েছেন— আয়োজক ও ম্যানেজমেন্ট দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে।

এ আয়োজন করছিল ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’, তবে তারা এখনো বাতিলের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। বিভিন্ন সূত্র জানিয়েছে, শেষ মুহূর্তে সরকারের অনুমতি না মেলায় অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজকরা।

এদিকে ‘চলঘুরি’ নামের টিকিটিং প্ল্যাটফর্মে আড়াই হাজার থেকে নয় হাজার টাকায় বিক্রি হওয়া টিকিটের কারণে দর্শকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। রিফান্ড নিয়ে অনেকেই অপেক্ষায় আছেন। সংশ্লিষ্টদের মতে, এমন ঘটনায় দর্শকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন এবং বারবার অনুষ্ঠান বাতিল হওয়া দেশের কনসার্ট শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ঢাকার কনসার্ট বাতিলে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন: আতিফ আসলাম

আপডেট সময় : ০৬:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর তার পারফর্ম করার কথা ছিল, তবে আয়োজকরা প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তাজনিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বাংলাদেশি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে আতিফ আসলাম জানিয়েছেন— আয়োজক ও ম্যানেজমেন্ট দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে।

এ আয়োজন করছিল ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’, তবে তারা এখনো বাতিলের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। বিভিন্ন সূত্র জানিয়েছে, শেষ মুহূর্তে সরকারের অনুমতি না মেলায় অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজকরা।

এদিকে ‘চলঘুরি’ নামের টিকিটিং প্ল্যাটফর্মে আড়াই হাজার থেকে নয় হাজার টাকায় বিক্রি হওয়া টিকিটের কারণে দর্শকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। রিফান্ড নিয়ে অনেকেই অপেক্ষায় আছেন। সংশ্লিষ্টদের মতে, এমন ঘটনায় দর্শকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন এবং বারবার অনুষ্ঠান বাতিল হওয়া দেশের কনসার্ট শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।