
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব কন্যাসন্তানের বাবা হয়েছেন। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রে স্ত্রী শাম্মা দেওয়ানের ঘরে জন্ম নিয়েছে তাঁদের প্রথম সন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে ‘আনায়া’।
ফেসবুকে একটি পোস্টে অপূর্ব লিখেছেন— “আলহামদুলিল্লাহ! আমরা আনন্দিত ও কৃতজ্ঞ আমাদের কন্যার আগমনের খবর জানাতে। স্বাগতম, প্রিয় আনায়া।”
তিনি আরও জানান, নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন। মেয়ের জন্য সবার দোয়া কামনাও করেছেন এই অভিনেতা।
২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। চার বছর পর তাঁদের ঘর আলো করে এলো প্রথম সন্তান। এর আগে অদিতির সঙ্গে অপূর্বর সংসার থেকে তাঁর একটি পুত্রসন্তান রয়েছে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























