ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

“বেঁচে ফেরাটাই কি ভুল? মৃত্যুর মুখ থেকে ফিরে নচিকেতার তীব্র আত্মস্বীকার”

হৃদরোগে আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন জীবনমুখী গানের কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী। হার্টে দুটি স্টেন্ট বসানোর পর বর্তমানে অনেকটাই সুস্থ তিনি। তবে সুস্থ হয়ে ওঠার আনন্দের মাঝেই সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও ও দীর্ঘ লেখায় নতুন করে আলোচনায় এসেছেন এই শিল্পী।

‘মৃত্যু মস্ত ফাঁকি’ শিরোনামে প্রকাশিত ভিডিওতে নচিকেতা নিজের জীবনে বারবার মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। হাসপাতালেই, গত ১০ ডিসেম্বর এই লেখাটি লিখেছিলেন তিনি। সেখানে তিনি জানান, মাত্র ৭ বছর বয়স থেকে শুরু করে কৈশোর, যৌবন ও বার্ধক্য—প্রতিটি পর্যায়ে তিনি কোনও না কোনওভাবে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

১৫ বছর বয়সে বাইক দুর্ঘটনায় কোমা, ১৬ বছরে পাতাল রেলের টানেলে ডুবে যাওয়া, ২০ বছরে পুলিশের গুলির হাত থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া, ৪৭ বছরে অস্ত্রোপচারের টেবিল, আর সর্বশেষ ২০২৫ সালে হৃদরোগ—সব মিলিয়ে এক জীবনে মৃত্যুর সঙ্গে অসংখ্য লড়াইয়ের গল্প শোনান তিনি।

তবে লেখার শেষ অংশেই ধরা পড়ে তার গভীর অভিমান। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করে নচিকেতা লেখেন, ‘আবারও বেঁচে এলাম, হয়তো ভুল হয়ে গেছে।’ এই কথাতেই স্পষ্ট—মৃত্যুর গুজব আর অযাচিত মন্তব্যে মানসিকভাবে ভেঙে পড়েছেন ৬১ বছর বয়সী এই শিল্পী।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

“বেঁচে ফেরাটাই কি ভুল? মৃত্যুর মুখ থেকে ফিরে নচিকেতার তীব্র আত্মস্বীকার”

আপডেট সময় : ০৮:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

হৃদরোগে আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন জীবনমুখী গানের কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী। হার্টে দুটি স্টেন্ট বসানোর পর বর্তমানে অনেকটাই সুস্থ তিনি। তবে সুস্থ হয়ে ওঠার আনন্দের মাঝেই সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও ও দীর্ঘ লেখায় নতুন করে আলোচনায় এসেছেন এই শিল্পী।

‘মৃত্যু মস্ত ফাঁকি’ শিরোনামে প্রকাশিত ভিডিওতে নচিকেতা নিজের জীবনে বারবার মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। হাসপাতালেই, গত ১০ ডিসেম্বর এই লেখাটি লিখেছিলেন তিনি। সেখানে তিনি জানান, মাত্র ৭ বছর বয়স থেকে শুরু করে কৈশোর, যৌবন ও বার্ধক্য—প্রতিটি পর্যায়ে তিনি কোনও না কোনওভাবে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

১৫ বছর বয়সে বাইক দুর্ঘটনায় কোমা, ১৬ বছরে পাতাল রেলের টানেলে ডুবে যাওয়া, ২০ বছরে পুলিশের গুলির হাত থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া, ৪৭ বছরে অস্ত্রোপচারের টেবিল, আর সর্বশেষ ২০২৫ সালে হৃদরোগ—সব মিলিয়ে এক জীবনে মৃত্যুর সঙ্গে অসংখ্য লড়াইয়ের গল্প শোনান তিনি।

তবে লেখার শেষ অংশেই ধরা পড়ে তার গভীর অভিমান। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করে নচিকেতা লেখেন, ‘আবারও বেঁচে এলাম, হয়তো ভুল হয়ে গেছে।’ এই কথাতেই স্পষ্ট—মৃত্যুর গুজব আর অযাচিত মন্তব্যে মানসিকভাবে ভেঙে পড়েছেন ৬১ বছর বয়সী এই শিল্পী।