ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

২০২৬ সালে শাহরুখ-সালমান-রণবীরের মেগা বিস্ফোরণ, জমজমাট টলিউডও

ওটিটির জয়জয়কার আর দক্ষিণী সিনেমার দাপটের মাঝেও ২০২৫ সালে বক্স অফিসে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বলিউড। সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখতে ২০২৬ সালে মুক্তি পেতে যাচ্ছে একগুচ্ছ বিগ বাজেট সিনেমা। শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে রণবীর কাপুর সুপারস্টারদের মেগা প্রজেক্টে মুখর থাকবে আগামী বছর।

বলিউডের তালিকায় যা থাকছে: হৃতিক রোশনের ‘কৃশ ৪’, অক্ষয়-সুনীল-পরেশ রাওয়ালের ‘হেরা ফেরি ৩’ এবং অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’ নিয়ে দর্শকদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ এর প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালেই, যেখানে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। শাহরুখ খান ও সুহানা খানকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ‘কিং’ সিনেমায়। এছাড়া সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং সালমান খানের ‘ব্যাটেল অব গালওয়ান’ থাকবে আকর্ষণের কেন্দ্রে। ২০২৬ সালে আরও আসছে ‘বাগি ৪’, ‘ভেড়িয়া ২’, ‘মারদানি ৩’ এবং অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’।

 পিছিয়ে নেই টলিউডও। ২০২৬ সালে জিতের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তি পাবে। দেবের ঝুলিতে রয়েছে ‘খাদান ২’ ও ‘প্রজাপতি ৩’। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘ফ্যামিলিওয়ালা’ এবং জনপ্রিয় সিনেমা ‘ইচ্ছে’-র সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করবেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। এছাড়া উইন্ডোজের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তি পাবে বছরের শুরুতেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৬ সালে শাহরুখ-সালমান-রণবীরের মেগা বিস্ফোরণ, জমজমাট টলিউডও

আপডেট সময় : ০২:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ওটিটির জয়জয়কার আর দক্ষিণী সিনেমার দাপটের মাঝেও ২০২৫ সালে বক্স অফিসে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বলিউড। সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখতে ২০২৬ সালে মুক্তি পেতে যাচ্ছে একগুচ্ছ বিগ বাজেট সিনেমা। শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে রণবীর কাপুর সুপারস্টারদের মেগা প্রজেক্টে মুখর থাকবে আগামী বছর।

বলিউডের তালিকায় যা থাকছে: হৃতিক রোশনের ‘কৃশ ৪’, অক্ষয়-সুনীল-পরেশ রাওয়ালের ‘হেরা ফেরি ৩’ এবং অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’ নিয়ে দর্শকদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ এর প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালেই, যেখানে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। শাহরুখ খান ও সুহানা খানকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ‘কিং’ সিনেমায়। এছাড়া সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং সালমান খানের ‘ব্যাটেল অব গালওয়ান’ থাকবে আকর্ষণের কেন্দ্রে। ২০২৬ সালে আরও আসছে ‘বাগি ৪’, ‘ভেড়িয়া ২’, ‘মারদানি ৩’ এবং অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’।

 পিছিয়ে নেই টলিউডও। ২০২৬ সালে জিতের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তি পাবে। দেবের ঝুলিতে রয়েছে ‘খাদান ২’ ও ‘প্রজাপতি ৩’। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘ফ্যামিলিওয়ালা’ এবং জনপ্রিয় সিনেমা ‘ইচ্ছে’-র সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করবেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। এছাড়া উইন্ডোজের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তি পাবে বছরের শুরুতেই।