ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

হুমকি ও বিতর্কের মাঝেও আইপিএলে খেলবেন মুস্তাফিজ, আশ্বস্ত করল বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী মার্চে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দল পেলেও তার অংশগ্রহণ নিয়ে সাম্প্রতিক সময়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের কয়েকজন ধর্মীয় নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের দাবিও উঠেছে।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ সংবাদমাধ্যম নিউজ ১৮–কে বলেন, বাংলাদেশি খেলোয়াড় মাঠে নামলে কলকাতাকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’

তবে এসব হুমকি ও বিতর্কের মধ্যেও মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে কোনো বাধা নেই বলে স্পষ্ট করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, বিষয়টি সংবেদনশীল হলেও কূটনৈতিক পরিস্থিতির কারণে ক্রিকেটে কোনো প্রভাব পড়বে না।

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনো আসেনি। বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’

সব মিলিয়ে বিতর্ক থাকলেও আইপিএলের আসরে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে বিসিসিআইয়ের অবস্থান স্পষ্ট ও ইতিবাচক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

হুমকি ও বিতর্কের মাঝেও আইপিএলে খেলবেন মুস্তাফিজ, আশ্বস্ত করল বিসিসিআই

আপডেট সময় : ০৫:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী মার্চে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দল পেলেও তার অংশগ্রহণ নিয়ে সাম্প্রতিক সময়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের কয়েকজন ধর্মীয় নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের দাবিও উঠেছে।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ সংবাদমাধ্যম নিউজ ১৮–কে বলেন, বাংলাদেশি খেলোয়াড় মাঠে নামলে কলকাতাকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’

তবে এসব হুমকি ও বিতর্কের মধ্যেও মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে কোনো বাধা নেই বলে স্পষ্ট করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, বিষয়টি সংবেদনশীল হলেও কূটনৈতিক পরিস্থিতির কারণে ক্রিকেটে কোনো প্রভাব পড়বে না।

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনো আসেনি। বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’

সব মিলিয়ে বিতর্ক থাকলেও আইপিএলের আসরে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে বিসিসিআইয়ের অবস্থান স্পষ্ট ও ইতিবাচক।