ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

দুর্ঘটনায় বদলে যাওয়া জীবন: ৫৭-এ অনু আগারওয়াল

নব্বইয়ের দশকের শুরুতে বলিউডে ঝড় তুলেছিল মিউজিক্যাল ব্লকবাস্টার সিনেমা ‘আশিকি’। এই একটি সিনেমাই রাতারাতি তারকাখ্যাতি এনে দেয় অভিনেত্রী অনু আগারওয়ালকে। তবে ক্যারিয়ারের ঠিক মধ্যগগনে থাকতেই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা তার জীবনকে সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে যায়।

রোববার (১১ জানুয়ারি) ৫৭ বছরে পা দিলেন এই একসময়ের জনপ্রিয় অভিনেত্রী।

১৯৯৯ সালে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অনু আগারওয়াল। টানা ২৯ দিন কোমায় থাকার পর অলৌকিকভাবে মৃত্যুকে জয় করে ফিরে আসেন তিনি। তবে সুস্থ হয়ে ওঠার পর দেখা যায়, দুর্ঘটনার প্রভাবে তিনি তার অতীতের বহু স্মৃতি হারিয়ে ফেলেছেন। পাশাপাশি শারীরিক পরিবর্তনও ঘটে ব্যাপকভাবে, যা তার অভিনয় জীবনে ফেরার পথ কার্যত বন্ধ করে দেয়।

দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন পর্ব শেষে গ্ল্যামার জগত থেকে নিজেকে সরিয়ে নেন অনু। নতুন করে জীবন গুছিয়ে নিতে তিনি যুক্ত হন যোগব্যায়ামের সঙ্গে। সময়ের সঙ্গে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ যোগ প্রশিক্ষক হিসেবে। দীর্ঘদিন বেঙ্গালুরুতে বসবাসকালে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে যোগব্যায়াম শেখানোতেও যুক্ত ছিলেন তিনি। প্রায় তিন বছর আগে আবার মুম্বাইয়ে ফিরে আসেন এই অভিনেত্রী।

বর্তমানে সিনেমা থেকে দূরে থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে কিংবা আলোকচিত্রীদের ক্যামেরার সামনে তাকে দেখা যায় আত্মবিশ্বাসী ও হাসিমুখে। গ্ল্যামারের দুনিয়া ছেড়ে গেলেও জীবনের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আজও অনুপ্রেরণা জোগায় অনেককে।

১৯৯০ সালে মহেশ ভাট পরিচালিত ‘আশিকি’ দিয়ে বলিউডে অভিষেক হয় অনু আগারওয়ালের। এরপর তিনি অভিনয় করেন ‘গজব তামাশা’, ‘কিং আঙ্কল’‘রিটার্ন অব জুয়েল থিফ’-এর মতো চলচ্চিত্রে। এক সাক্ষাৎকারে অনু জানিয়েছিলেন, নব্বইয়ের দশকে তার বাড়ির সামনে ভক্তদের ভিড় ছিল আজকের শাহরুখ খানের বাড়ির মতোই।

সময়ের সঙ্গে জনপ্রিয়তার আলো ফিকে হলেও, আত্মবিশ্বাস আর মানসিক দৃঢ়তায় নতুনভাবে জীবন উপভোগ করছেন অনু আগারওয়াল—যা তাকে আজও আলাদা করে চেনায়।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

দুর্ঘটনায় বদলে যাওয়া জীবন: ৫৭-এ অনু আগারওয়াল

আপডেট সময় : ০৪:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

নব্বইয়ের দশকের শুরুতে বলিউডে ঝড় তুলেছিল মিউজিক্যাল ব্লকবাস্টার সিনেমা ‘আশিকি’। এই একটি সিনেমাই রাতারাতি তারকাখ্যাতি এনে দেয় অভিনেত্রী অনু আগারওয়ালকে। তবে ক্যারিয়ারের ঠিক মধ্যগগনে থাকতেই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা তার জীবনকে সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে যায়।

রোববার (১১ জানুয়ারি) ৫৭ বছরে পা দিলেন এই একসময়ের জনপ্রিয় অভিনেত্রী।

১৯৯৯ সালে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অনু আগারওয়াল। টানা ২৯ দিন কোমায় থাকার পর অলৌকিকভাবে মৃত্যুকে জয় করে ফিরে আসেন তিনি। তবে সুস্থ হয়ে ওঠার পর দেখা যায়, দুর্ঘটনার প্রভাবে তিনি তার অতীতের বহু স্মৃতি হারিয়ে ফেলেছেন। পাশাপাশি শারীরিক পরিবর্তনও ঘটে ব্যাপকভাবে, যা তার অভিনয় জীবনে ফেরার পথ কার্যত বন্ধ করে দেয়।

দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন পর্ব শেষে গ্ল্যামার জগত থেকে নিজেকে সরিয়ে নেন অনু। নতুন করে জীবন গুছিয়ে নিতে তিনি যুক্ত হন যোগব্যায়ামের সঙ্গে। সময়ের সঙ্গে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ যোগ প্রশিক্ষক হিসেবে। দীর্ঘদিন বেঙ্গালুরুতে বসবাসকালে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে যোগব্যায়াম শেখানোতেও যুক্ত ছিলেন তিনি। প্রায় তিন বছর আগে আবার মুম্বাইয়ে ফিরে আসেন এই অভিনেত্রী।

বর্তমানে সিনেমা থেকে দূরে থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে কিংবা আলোকচিত্রীদের ক্যামেরার সামনে তাকে দেখা যায় আত্মবিশ্বাসী ও হাসিমুখে। গ্ল্যামারের দুনিয়া ছেড়ে গেলেও জীবনের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আজও অনুপ্রেরণা জোগায় অনেককে।

১৯৯০ সালে মহেশ ভাট পরিচালিত ‘আশিকি’ দিয়ে বলিউডে অভিষেক হয় অনু আগারওয়ালের। এরপর তিনি অভিনয় করেন ‘গজব তামাশা’, ‘কিং আঙ্কল’‘রিটার্ন অব জুয়েল থিফ’-এর মতো চলচ্চিত্রে। এক সাক্ষাৎকারে অনু জানিয়েছিলেন, নব্বইয়ের দশকে তার বাড়ির সামনে ভক্তদের ভিড় ছিল আজকের শাহরুখ খানের বাড়ির মতোই।

সময়ের সঙ্গে জনপ্রিয়তার আলো ফিকে হলেও, আত্মবিশ্বাস আর মানসিক দৃঢ়তায় নতুনভাবে জীবন উপভোগ করছেন অনু আগারওয়াল—যা তাকে আজও আলাদা করে চেনায়।