
পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের মেডিক্যাল ল্যাবরেটরি আন্তর্জাতিক মানদণ্ড ISO 15189:2022 অনুযায়ী দ্বিতীয়বারের মতো এক্রিডিটেশন অর্জন করেছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) এই স্বীকৃতি প্রদান করেছে।
গত ১২ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পার্কভিউ হসপিটালের পক্ষে এক্রিডিটেশন সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ এবং প্যাথলজি ল্যাব ইনচার্জ তুষার কান্তি দাস।
বর্তমানে বাংলাদেশে মাত্র নয়টি মেডিক্যাল ল্যাবরেটরি ISO 15189:2022 এক্রিডিটেশন অর্জন করেছে। এর মধ্যে চট্টগ্রামে হাসপাতালভিত্তিক মেডিক্যাল ল্যাবরেটরি হিসেবে প্রথম এই স্বীকৃতি পাওয়ার পাশাপাশি ধারাবাহিকভাবে দ্বিতীয়বার এক্রিডিটেশন অর্জন করেছে পার্কভিউ হসপিটাল।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের তথ্যমতে, ISO 15189 এক্রিডিটেশন প্রাপ্ত ল্যাবরেটরিগুলোতে আন্তর্জাতিক মানের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, কারিগরি দক্ষতা, যাচাইকৃত পরীক্ষাপদ্ধতি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং কার্যকর অভ্যন্তরীণ ও বহিঃস্থ মাননিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত থাকে।
পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, এই স্বীকৃতির মাধ্যমে তাদের মেডিক্যাল ল্যাবরেটরিতে রোগী নিরাপত্তা, পরীক্ষার ফলাফলের নির্ভুলতা ও তথ্যের গোপনীয়তা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতেও মানসম্মত ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রদানে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিনিধির নাম 

























