ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ম্রুণাল

ভালোবাসা দিবস ঘিরে যখন তারকাদের প্রেম-বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণী সিনেমার সুপারস্টার ধানুশ ও বলিউড-দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে বিয়ের গুঞ্জন। নেটিজেনদের দাবি,আসন্ন ভ্যালেন্টাইনস ডেতেই নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা জুটি। কিন্তু গুঞ্জনের আগুনে ঘি ঢেলে ম্রুণালের এক রহস্যময় পোস্ট যেমন আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে, তেমনি ধানুশের পক্ষ থেকে স্পষ্ট অস্বীকার সব হিসাব উল্টে দিয়েছে। তাই ভক্ত মনে প্রশ্ন একটাই, সত্যি কি তাদের মধ্যে প্রেমের ঘণ্টা বাজছে, নাকি সবই কেবল রটনা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের গুঞ্জনের পর নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ম্রুণাল।

ভিডিওতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে তিনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ক্যাপশন ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা।

অনেকের ধারণা, চলমান গুঞ্জন ও আলোচনার মধ্যেও নিজের অবস্থানে অবিচল থাকার বার্তাই দিতে চেয়েছেন ম্রুণাল।

এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ধানুশের সঙ্গে ম্রুণালের বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

সূত্রের দাবি, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই তার। কারণ ফেব্রুয়ারিতে মুক্তির অপেক্ষায় রয়েছে ম্রুণালের একটি বড় বাজেটের সিনেমা।

পাশাপাশি মার্চ মাসে মুক্তি পাবে তার একটি তেলুগু চলচ্চিত্র।

বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেই জানিয়েছেন ঘনিষ্ঠরা। অন্যদিকে ধানুশও সংবাদমাধ্যমে এই বিয়ের গুঞ্জনকে ‘ভুয়া’ ও ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে ম্রুণাল ঠাকুরের সিনেমা ‘সন অব সরদার ২’-এর একটি অনুষ্ঠানে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পর থেকেই শুরু হয় তাদের মধ্যকার সম্পর্কের গুঞ্জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেমন নির্বাচন চাই: প্রত্যাশা ও বাস্তবতার দ্বৈরথ

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ম্রুণাল

আপডেট সময় : ১১:৩০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

ভালোবাসা দিবস ঘিরে যখন তারকাদের প্রেম-বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণী সিনেমার সুপারস্টার ধানুশ ও বলিউড-দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে বিয়ের গুঞ্জন। নেটিজেনদের দাবি,আসন্ন ভ্যালেন্টাইনস ডেতেই নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা জুটি। কিন্তু গুঞ্জনের আগুনে ঘি ঢেলে ম্রুণালের এক রহস্যময় পোস্ট যেমন আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে, তেমনি ধানুশের পক্ষ থেকে স্পষ্ট অস্বীকার সব হিসাব উল্টে দিয়েছে। তাই ভক্ত মনে প্রশ্ন একটাই, সত্যি কি তাদের মধ্যে প্রেমের ঘণ্টা বাজছে, নাকি সবই কেবল রটনা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের গুঞ্জনের পর নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ম্রুণাল।

ভিডিওতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে তিনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ক্যাপশন ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা।

অনেকের ধারণা, চলমান গুঞ্জন ও আলোচনার মধ্যেও নিজের অবস্থানে অবিচল থাকার বার্তাই দিতে চেয়েছেন ম্রুণাল।

এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ধানুশের সঙ্গে ম্রুণালের বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

সূত্রের দাবি, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই তার। কারণ ফেব্রুয়ারিতে মুক্তির অপেক্ষায় রয়েছে ম্রুণালের একটি বড় বাজেটের সিনেমা।

পাশাপাশি মার্চ মাসে মুক্তি পাবে তার একটি তেলুগু চলচ্চিত্র।

বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেই জানিয়েছেন ঘনিষ্ঠরা। অন্যদিকে ধানুশও সংবাদমাধ্যমে এই বিয়ের গুঞ্জনকে ‘ভুয়া’ ও ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে ম্রুণাল ঠাকুরের সিনেমা ‘সন অব সরদার ২’-এর একটি অনুষ্ঠানে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পর থেকেই শুরু হয় তাদের মধ্যকার সম্পর্কের গুঞ্জন।