
চট্টগ্রামে দেশব্যাপী চলমান “ডেভিল হান্ট” অভিযানের ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তিন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) নগরীর ষোলশহর ২নং গেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাইফুল ইসলাম সুমন (২৩), মো. আরমান (১৯) এবং মো. নাঈম (২০)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আটকের পর তাদের থানায় নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 

























