
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দারুত তাকওয়া লি-তাহফীজিল কুরআনিল কারীম মাদ্রাসায় হিফয সমাপ্তকারী ৩১ জন ছাত্রদেরকে পাগড়ী-সনদ প্রদান ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বটতলী রুস্তম হাট হাজী ইমাম শপিং সেন্টারের আলভী কমিনিউটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদরাসা পরিচালক হাফেজ মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফেজ হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হাজী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব জামাল উদ্দীন সাওদাগর।প্রধান আলোচক ছিলেন কাফকো জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন।
এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,শানে সাহাবা খতিব ফাউন্ডেশন দক্ষিণ জেলা সভাপতি মাওলানা হামিদ হোসাইন আজিজি,সেক্রেটারি মাওলানা সৈয়দ নুর আনোয়ারী,হাজী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী মোঃ নেজাম উদ্দিন সাওদাগর ও মাওলানা আবুল কালাম,বখতিয়ার পাড়া তরলীলুল কুরআন মাদরাসার ছদরে মোহতামিম ক্বারী ইসহাক,ক্বারী মাওলানা আবু বকর,বটতলী নুরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দীন,আনোয়ারা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সভাপতি মাওলানা মারুফুল ইসলাম,উপদেষ্টা মাওলানা ক্বারী ফোরকান,মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী,হাফেজ আলাউদ্দিন,বটতলী মদিনা হোটেলের স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর সওদাগরসহ আরও অনেক।
এসময় উক্ত প্রতিষ্ঠান থেকে ২০২৬ সেশনের হাফেজ সমাপ্তকারী ৩১ জন হাফেজে কুরআন ছাত্রদেরকে পাগড়ী ও সনদ প্রদান করা হয়৷ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সর্বমোট ১৯৫ জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করে বিদায় নেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ কামরুউদ্দীন বলেন,আল্লাহর মেহেরবানি ও সবার সহযোগিতায় অত্র প্রতিষ্ঠান ২০১৫ থেকে ২৫ইং পর্যন্ত ১৯৫ জন ছাত্র হিফজ সমাপ্ত করে অত্র মাদরাসা থেকে বিদায় নিয়েছেন। এবং আজকে ৩১ জন হিফজ সমাপ্তকারী ছাত্রদেরকে মাদরাসার পক্ষ থেকে পাগড়ী-সনদ দিয়ে স-সম্মানে বিদায় প্রদান করা হয়। অত্র মাদরাসা শিক্ষার্থীরা থানা-বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে অংশ গ্রহণ করে সাফল্য অর্জন করে আসছেন।সকলের সহযোগিতা ও পরামর্শে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
অনুষ্টান শেষে মাদ্রাসার হাফেজ সমাপ্তকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতায় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।
আনোয়ারা, প্রতিনিধি/নিউজ টুডে 


























