
গতকাল রাতে এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচে সুপার ওভারে এক বিরল ঘটনা ঘটেছে, যা খেলোয়াড়, দর্শক এবং ধারাভাষ্যকারদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে শেষ পর্যন্ত বেঁচে গেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা।
ঘটনাটি ঘটে সুপার ওভার-এর চতুর্থ বলের সময়। ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিং শানাকাকে অফ স্টাম্পের বাইরে একটি দারুণ ইয়র্কার বোল্ড করেন। শানাকা বলটি খেলতে ব্যর্থ হন এবং বল চলে যায় উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে। অর্শদীপ সঙ্গে সঙ্গে ক্যাচ আউটের আবেদন করেন এবং বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল তাকে আউট ঘোষণা করেন।
কিন্তু এখানেই ঘটে অদ্ভুত ঘটনা। ক্যাচ থাকতেই শানাকা দৌড়ে এক রান নেওয়ার চেষ্টা করেন। স্যামসন আন্ডারআর্ম থ্রো করে স্টাম্প ভাঙেন, যেখানে শানাকা ক্রিজ থেকে অনেক দূরে ছিলেন। সবাই ভাবেন, শানাকা রান আউট হয়েছেন এবং শ্রীলঙ্কার ইনিংস শেষ।
তবে ক্রিকেটের নিয়ম অনুসারে, আম্পায়ার যখন আউট ঘোষণা করেন, তখনই সেই ডেলিভারি ‘ডেড’ হয়ে যায়। অর্থাৎ, এরপর যা কিছু ঘটে তার কোন প্রভাব পড়ে না। গাজী সোহেল ক্যাচ আউট ঘোষণা করার পর শানাকা রিভিউ নেন এবং আলট্রা এজে দেখা যায় বল ব্যাটে লেগেনি। ফলে ক্যাচ আউটের সিদ্ধান্ত বদলে যায় এবং রান আউটের ঘটনাটি বিবেচনার বাইরে চলে যায়।
আইসিসির ২০.১.১.৩ ধারা অনুযায়ী, আম্পায়ারের আউট ঘোষণা সঙ্গে সঙ্গে বল ডেড হয়ে যায়। রিভিউয়ে সিদ্ধান্ত পাল্টালেও ডেড বলের অবস্থা অপরিবর্তিত থাকে। তাই রান আউট হওয়ার পরও শানাকা বেঁচে যান।
ভারতের সাবেক পেসার ইরফান পাঠান সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, “ক্যাচ আউট দেওয়া হয়েছে এবং রিভিউ নেওয়ায় বল ডেড হয়েছে। আম্পায়ার গাজী সোহেল তার অবস্থান পরিষ্কার করেছেন ভারতের কাছে। প্রথম সিদ্ধান্তই টিকে আছে এবং বোলারের প্রান্তের আম্পায়ার আউট ঘোষণা করার সঙ্গে সঙ্গে বল ডেড হয়ে যায়। এজন্য শানাকা রান আউট হওয়ার হাত থেকে বেঁচে গেছেন।”
যাইহোক, নাটকীয় মোড়ে শানাকা পরের বলেই অর্শদীপের শিকার হন। শ্রীলঙ্কা মাত্র ২ রান করে থামে। এরপর ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই ৩ রান নিয়ে দলকে জয় এনে দেন।
আগে দুবাইয়ে, ভারতের ২০২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কাও ২০ ওভারে ২০২ রান সংগ্রহ করেছিল। শেষ বলে তাদের দরকার ছিল ৩ রান, তখন স্ট্রাইকে ছিলেন শানাকা, যিনি দুই রান নিতে সক্ষম হন। উল্লেখ্য, গত বছর জুলাইয়ে পাল্লেকেলেতে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টিও টাই হয়েছিল, যেখানে শ্রীলঙ্কা সুপার ওভারে ২ রান করতে পেরেছিল এবং সূর্যকুমার এক বলেই ভারতের জয় নিশ্চিত করেছিলেন।