ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সম্প্রদায়িক সম্প্রীতির দেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করবো ; মাওলানা বোরহান উদ্দিন

নিজস্ব

গতকাল (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি, সাবেক দুই বারের উপজেলা ভাইস চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব নাসিমুল গনি চৌধুরী, মহল উপজেলা আমীর মাওলানা আবু জায়েদ, শহর আমীর জনাব জসিম উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, শহর সেক্রেটারি মাওলানা নুর উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বক্তব্যে মাওলানা বোরহান উদ্দিন বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে আমাদের ধর্মীয় উৎসব পালন করি। অতীতে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা ও নির্যাতন চালানো হয়েছে, আমরা সেগুলোর তীব্র নিন্দা জানিয়েছি এবং ভবিষ্যতেও এমন কোনো ফ্যাসিস্ট আচরণ মেনে নেওয়া হবে না। আমরা আশা করি, সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপন করে এই সম্প্রীতির ধারা বজায় রাখবো।

তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও উপস্থিত জনসাধারণকে দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের বেটার্মিনাল এলাকা থেকে প্রকৌশল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

সম্প্রদায়িক সম্প্রীতির দেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করবো ; মাওলানা বোরহান উদ্দিন

আপডেট সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

গতকাল (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি, সাবেক দুই বারের উপজেলা ভাইস চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব নাসিমুল গনি চৌধুরী, মহল উপজেলা আমীর মাওলানা আবু জায়েদ, শহর আমীর জনাব জসিম উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, শহর সেক্রেটারি মাওলানা নুর উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বক্তব্যে মাওলানা বোরহান উদ্দিন বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে আমাদের ধর্মীয় উৎসব পালন করি। অতীতে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা ও নির্যাতন চালানো হয়েছে, আমরা সেগুলোর তীব্র নিন্দা জানিয়েছি এবং ভবিষ্যতেও এমন কোনো ফ্যাসিস্ট আচরণ মেনে নেওয়া হবে না। আমরা আশা করি, সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপন করে এই সম্প্রীতির ধারা বজায় রাখবো।

তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও উপস্থিত জনসাধারণকে দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।