ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

অবরোধ স্থগিত, জনজীবনে ফিরছে স্বাভাবিক ছন্দ

ছবি : সংগৃহীত

চার দিনের অবরোধ শেষে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে, খুলেছে দোকানপাটও। তবে এখনো খাগড়াছড়ি সদর, পৌরসভা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধটি স্থগিত করা হয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ও প্রশাসনের আশ্বাসে। ফলে খাগড়াছি-ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটিসহ সব সড়কে যান চলাচল শুরু হয়েছে। দুর্গাপূজার ছুটিতে অনেকে বাড়ি ফিরছেন, অনেকে আটকে থাকার পর গন্তব্যে যাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

তবে ১৪৪ ধারা জারি থাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে। শহরের মোড়ে মোড়ে চেকপোস্টে চলছে তল্লাশি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ধাপে ধাপে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।

এর আগে, খাগড়াছির গুইমারায় ১৪৪ ধারা চলাকালেই হামলায় তিন পাহাড়ি যুবক নিহত হন। আর সদরের সিঙ্গিনালায় এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। এই ঘটনাগুলোর তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

অবরোধ স্থগিত, জনজীবনে ফিরছে স্বাভাবিক ছন্দ

আপডেট সময় : ০৫:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

চার দিনের অবরোধ শেষে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে, খুলেছে দোকানপাটও। তবে এখনো খাগড়াছড়ি সদর, পৌরসভা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধটি স্থগিত করা হয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ও প্রশাসনের আশ্বাসে। ফলে খাগড়াছি-ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটিসহ সব সড়কে যান চলাচল শুরু হয়েছে। দুর্গাপূজার ছুটিতে অনেকে বাড়ি ফিরছেন, অনেকে আটকে থাকার পর গন্তব্যে যাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

তবে ১৪৪ ধারা জারি থাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে। শহরের মোড়ে মোড়ে চেকপোস্টে চলছে তল্লাশি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ধাপে ধাপে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।

এর আগে, খাগড়াছির গুইমারায় ১৪৪ ধারা চলাকালেই হামলায় তিন পাহাড়ি যুবক নিহত হন। আর সদরের সিঙ্গিনালায় এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। এই ঘটনাগুলোর তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।