
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ও জনসাধারণের ধারে ধারে গিয়ে লিফলেট বিতরণ ও বার্তা পৌঁছে দেন চট্টগ্রাম-১৩ আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন।
নিজ সংসদীয় আসনে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শন করেন তিনি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমীর রাতভর আনোয়ারা কর্ণফুলী উপজেলার বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে হিন্দু ধর্মাবলম্বী নারীপুরুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে বার্তা পৌঁছে দেন।
এসময় দূর্গা পূজাসহ হিন্দু ধর্মাবলম্বীদের সব পূজাকে ঘিরে পাশে থাকা ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের সুখে দুখে সবসময় পাশে থাকার আশ্বাস দেন লায়ন হেলাল উদ্দিন।
এসময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন বলেন,আগামীর বাংলাদেশ হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে এক জাতি পরিচয় দেশ পরিচালিত হবে।বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ধর্মীয় দাঙ্গা বাধিয়ে যে রাজনীতি হয়েছিল তা আর চলবেনা।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, দিল মোহাম্মদ মন্জু, এম. মনসুর উদ্দিন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য আবদুল মঈন চৌঃ ছোটন, গাজী ফোরকান, মামুন খান, আনোয়ারা উপজেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দীন সুমন, বাবলু হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির সহ আরও অনেক।