ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

গাজীপুরে প্রতিমা বিসর্জনে নৌকাডুবি: অঙ্কিতার লাশ উদ্ধার, নিখোঁজ তন্ময়ের খোঁজে অভিযান

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাপাইর সেতুর পাশে ভেসে ওঠে চার বছরের অঙ্কিতা মনি দাসের নিথর দেহ।

অঙ্কিতা কালিয়াকৈরের হিজলতলী গ্রামের প্রভাস মনি দাসের মেয়ে। একই গ্রামের তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯) এখনো নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও উপজেলার প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হচ্ছিল তুরাগ নদে। বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীর বিসর্জন চলাকালে চাপাইর সেতুর কাছে একটি নৌকা ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে উঠে আসতে পারলেও অঙ্কিতা ও তন্ময় পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত পর্যন্ত কোনো সন্ধান না মেলায় অভিযান স্থগিত করা হয়।

শুক্রবার সকালে ফের অভিযান শুরু করে ডুবুরি দল। সকাল সাড়ে ৯টার দিকে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়।

ডুবুরি দলের জোন কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, “আমরা শিশুটির লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে আরেক শিশু তন্ময়কে এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌম্য-রিশাদের লড়াইয়ে ২১০ পেরোল বাংলাদেশ

গাজীপুরে প্রতিমা বিসর্জনে নৌকাডুবি: অঙ্কিতার লাশ উদ্ধার, নিখোঁজ তন্ময়ের খোঁজে অভিযান

আপডেট সময় : ১২:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাপাইর সেতুর পাশে ভেসে ওঠে চার বছরের অঙ্কিতা মনি দাসের নিথর দেহ।

অঙ্কিতা কালিয়াকৈরের হিজলতলী গ্রামের প্রভাস মনি দাসের মেয়ে। একই গ্রামের তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯) এখনো নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও উপজেলার প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হচ্ছিল তুরাগ নদে। বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীর বিসর্জন চলাকালে চাপাইর সেতুর কাছে একটি নৌকা ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে উঠে আসতে পারলেও অঙ্কিতা ও তন্ময় পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত পর্যন্ত কোনো সন্ধান না মেলায় অভিযান স্থগিত করা হয়।

শুক্রবার সকালে ফের অভিযান শুরু করে ডুবুরি দল। সকাল সাড়ে ৯টার দিকে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়।

ডুবুরি দলের জোন কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, “আমরা শিশুটির লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে আরেক শিশু তন্ময়কে এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।