ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সীমান্ত হত্যা,মানব পাচার ও পুশইনসহ সীমান্তে নানা বিষয়ে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক

এম এ মামুন, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ সীমান্ত হত্যা, মানব পাচার,সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিএসএফ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশী নাগরিক পুশইন না করা এবং মাদক চোরাচালান প্রতিরোধসহ সীমান্তের নানা বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণে

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৪ অক্টোবর) সকাল ১০ টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ মুজিবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১০৫ এমপি এর নিকট সীমান্তের শূন্য লাইনের বাংলাদেশ পার্শ্বে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬১ বিএসএফ ব্যাটালিয়ন এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে চুয়ডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ১৬১ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী সুভাস চন্দ্র গাগুয়ার ও স্টাফ অফিসারসহ ১৩ জন অংশগ্রহণ করেন। পতাকা বৈঠকের শুরুতে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ একে অপরকে স্বাগত জানান এবং কুশলাদী বিনিময় করেন। পরবর্তীতে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা করেন। পতাকা বৈঠক চলাকালে ১৬১ বিএসএফ কমান্ড্যান্ট কর্তৃক পূর্বে অনুমোদনকৃত সীমান্ত পিলার ৮৭ হতে ৯২/৮-আর পর্যন্ত কাঁটাতার বিহীন এলাকায় ভারতীয় পার্শ্বে কাঁটাতার স্থাপন কাজ শুরু করার বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রতিউত্তরে ৬ বিজিবি এর অধিনায়ক বলেন, প্রস্তাবিত কাঁটাতারের বেড়া এলাকাটি পূর্বে অনুমোদন করা থাকলেও বর্তমানে ভৌগলিক প্রেক্ষাপট বিবেচনায় নুতন করে যৌথ পরিদর্শন (JRD) করা প্রয়োজন। এমতাবস্থায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফ কমান্ড্যান্টকে কাঁটাতার স্থাপনের বিষয়ে নতুন করে প্রস্তাবনা প্রেরণের বিষয়ে পরামর্শ প্রদান করেন। এছাড়াও কাঁটাতার বিহীন এলাকা দিয়ে চোরাচালানসহ অবৈধ অনুপ্রবেশরোধে টহল তৎপরতা জোরদার এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করার বিষয়ে উভয়ই কমান্ডারগন একমত পোষণ করেন। পতাকা বৈঠক শেষে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ নিকটবর্তী সীমান্ত পিলার ১০৫ পরিদর্শন করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি সমাপ্ত হয়।

 

 

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌম্য-রিশাদের লড়াইয়ে ২১০ পেরোল বাংলাদেশ

সীমান্ত হত্যা,মানব পাচার ও পুশইনসহ সীমান্তে নানা বিষয়ে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক

আপডেট সময় : ০৪:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

এম এ মামুন, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ সীমান্ত হত্যা, মানব পাচার,সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিএসএফ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশী নাগরিক পুশইন না করা এবং মাদক চোরাচালান প্রতিরোধসহ সীমান্তের নানা বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণে

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৪ অক্টোবর) সকাল ১০ টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ মুজিবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১০৫ এমপি এর নিকট সীমান্তের শূন্য লাইনের বাংলাদেশ পার্শ্বে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬১ বিএসএফ ব্যাটালিয়ন এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে চুয়ডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ১৬১ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী সুভাস চন্দ্র গাগুয়ার ও স্টাফ অফিসারসহ ১৩ জন অংশগ্রহণ করেন। পতাকা বৈঠকের শুরুতে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ একে অপরকে স্বাগত জানান এবং কুশলাদী বিনিময় করেন। পরবর্তীতে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা করেন। পতাকা বৈঠক চলাকালে ১৬১ বিএসএফ কমান্ড্যান্ট কর্তৃক পূর্বে অনুমোদনকৃত সীমান্ত পিলার ৮৭ হতে ৯২/৮-আর পর্যন্ত কাঁটাতার বিহীন এলাকায় ভারতীয় পার্শ্বে কাঁটাতার স্থাপন কাজ শুরু করার বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রতিউত্তরে ৬ বিজিবি এর অধিনায়ক বলেন, প্রস্তাবিত কাঁটাতারের বেড়া এলাকাটি পূর্বে অনুমোদন করা থাকলেও বর্তমানে ভৌগলিক প্রেক্ষাপট বিবেচনায় নুতন করে যৌথ পরিদর্শন (JRD) করা প্রয়োজন। এমতাবস্থায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফ কমান্ড্যান্টকে কাঁটাতার স্থাপনের বিষয়ে নতুন করে প্রস্তাবনা প্রেরণের বিষয়ে পরামর্শ প্রদান করেন। এছাড়াও কাঁটাতার বিহীন এলাকা দিয়ে চোরাচালানসহ অবৈধ অনুপ্রবেশরোধে টহল তৎপরতা জোরদার এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করার বিষয়ে উভয়ই কমান্ডারগন একমত পোষণ করেন। পতাকা বৈঠক শেষে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ নিকটবর্তী সীমান্ত পিলার ১০৫ পরিদর্শন করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি সমাপ্ত হয়।