
নবীনগরের নোয়াগাঁও পশ্চিম পাড়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মো. সাদ্দামের ছেলে মো. শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।
স্থানীয় সূত্র জানায়, ছোট ভাই শরীফ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন শিফা পানিতে ঝাঁপ দেয়। তবে সাঁতার না জানায় তারা দুজনই পানিতে তলিয়ে যায়।
পরবর্তীতে প্রতিবেশীরা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের শান্তা ফার্মেসি নামক ওষুধের দোকানে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম কালবেলাকে বিষয়টি এখনও জানা নেই। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।