
কুড়িগ্রামে টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিস্তা তীরবর্তী ৫ উপজেলার প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি। তিস্তা ব্যারাজে পানি কিছুটা কমলেও কাউনিয়া পয়েন্টে এখনও বিপৎসীমার ওপর রয়েছে।
ফ্লাড বাইপাস সড়কেও পানি ঢুকে হুমকির সৃষ্টি করেছে। পানি বৃদ্ধির কারণে ফসলের ক্ষতি এবং গবাদিপশুর নিরাপত্তা নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন।
পাউবো মাইকিং করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। জেলা প্রশাসন পানিবন্দি পরিবারদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা দিচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের পক্ষ থেকে সতর্কতা ও প্রস্তুতি চলছে।