ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, খাতুনগঞ্জের ব্যবসায়ী সমাজের প্রতিবাদ

চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম উদ্দিনের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি এবং টাকা না দেওয়ায় সামাজিক মর্যাদাহানি ও প্রাণনাশের হু’ম’কির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খাতুনগঞ্জের ব্যবসায়ী সমাজ।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মোসলেম উদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল গালিব।

তিনি বলেন, মেসার্স নুরুল ইসলাম অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোসলেম উদ্দিন একজন পরিচিত ব্যবসায়ী। ব্যবসা, সমাজসেবা ও ধর্মীয় কর্মকাণ্ডের সূত্রে তিনি বিভিন্ন সময় প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে চলাফেরা করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের পর একটি স্বার্থান্বেষী মহল ওই সম্পর্ককে কাজে লাগিয়ে তাকে টার্গেট করে।

অভিযোগ অনুযায়ী, একদল ব্যক্তি সাংবাদিক পরিচয়ে মোসলেম উদ্দিনের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তোলা ছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিকৃতভাবে উপস্থাপন করে ২৮ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে। ওই ভিডিওতে তাকে “ফ্যাসিবাদের দোসর” ও “অবৈধ সম্পদ অর্জনকারী” হিসেবে তুলে ধরা হয়। এরপর ভিডিওটি তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে শুরু হয় হু’ম’কি-ধ’ম’কি ও চাঁদার দাবি।

পরে অভিযুক্তরা সরাসরি মোসলেম উদ্দিনের অফিসে গিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এতে তিনি নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েন এবং আইনের আশ্রয় নেন।

এরপর তিনি চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধি ৩৮৫/৫০৬(২) ধারায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পিবিআই প্রতিবেদন জমা দিলে আদালত দুইজন ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সংবাদ সম্মেলনে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলেন, এই চাঁ’দা’বা’জ চক্র শুধু একজন ব্যবসায়ী নয়, বরং পুরো ব্যবসায়িক পরিবেশকে হু’ম’কির মুখে ফেলেছে। তারা দ্রুত এই চ’ক্রের মূলহোতাদের আইনের আওতায় এনে ব্যবসায়িক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ব্যবসায়ী মোসলেম উদ্দিনের প্রতি এমন হামলা একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। তারা প্রশাসন ও প্রকৃত সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেছেন, যেন চাঁদাবাজদের মুখোশ উন্মোচন করে ব্যবস্থা নেওয়া যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, খাতুনগঞ্জের ব্যবসায়ী সমাজের প্রতিবাদ

আপডেট সময় : ০৬:২১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম উদ্দিনের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি এবং টাকা না দেওয়ায় সামাজিক মর্যাদাহানি ও প্রাণনাশের হু’ম’কির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খাতুনগঞ্জের ব্যবসায়ী সমাজ।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মোসলেম উদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল গালিব।

তিনি বলেন, মেসার্স নুরুল ইসলাম অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোসলেম উদ্দিন একজন পরিচিত ব্যবসায়ী। ব্যবসা, সমাজসেবা ও ধর্মীয় কর্মকাণ্ডের সূত্রে তিনি বিভিন্ন সময় প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে চলাফেরা করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের পর একটি স্বার্থান্বেষী মহল ওই সম্পর্ককে কাজে লাগিয়ে তাকে টার্গেট করে।

অভিযোগ অনুযায়ী, একদল ব্যক্তি সাংবাদিক পরিচয়ে মোসলেম উদ্দিনের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তোলা ছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিকৃতভাবে উপস্থাপন করে ২৮ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে। ওই ভিডিওতে তাকে “ফ্যাসিবাদের দোসর” ও “অবৈধ সম্পদ অর্জনকারী” হিসেবে তুলে ধরা হয়। এরপর ভিডিওটি তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে শুরু হয় হু’ম’কি-ধ’ম’কি ও চাঁদার দাবি।

পরে অভিযুক্তরা সরাসরি মোসলেম উদ্দিনের অফিসে গিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এতে তিনি নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েন এবং আইনের আশ্রয় নেন।

এরপর তিনি চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধি ৩৮৫/৫০৬(২) ধারায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পিবিআই প্রতিবেদন জমা দিলে আদালত দুইজন ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সংবাদ সম্মেলনে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলেন, এই চাঁ’দা’বা’জ চক্র শুধু একজন ব্যবসায়ী নয়, বরং পুরো ব্যবসায়িক পরিবেশকে হু’ম’কির মুখে ফেলেছে। তারা দ্রুত এই চ’ক্রের মূলহোতাদের আইনের আওতায় এনে ব্যবসায়িক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ব্যবসায়ী মোসলেম উদ্দিনের প্রতি এমন হামলা একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। তারা প্রশাসন ও প্রকৃত সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেছেন, যেন চাঁদাবাজদের মুখোশ উন্মোচন করে ব্যবস্থা নেওয়া যায়।