ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলারসহ ২৬ জেলেকে জীবিত উদ্ধার

ছবি: সংগৃহিত

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে পাঁচদিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ২৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটি গভীর সমুদ্রে আটকে পড়ে এবং এতে থাকা জেলেরা খাদ্য ও পানির সংকটে পড়েন।

খবর পাওয়ার পর বাংলাদেশ নৌবাহিনীর একটি টহল জাহাজ দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয় এবং জেলেদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে দুর্ঘটনায় পড়া জেলেদের উদ্ধার ও সহায়তার পাশাপাশি তারা নিয়মিত মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌম্য-রিশাদের লড়াইয়ে ২১০ পেরোল বাংলাদেশ

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলারসহ ২৬ জেলেকে জীবিত উদ্ধার

আপডেট সময় : ০১:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে পাঁচদিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ২৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটি গভীর সমুদ্রে আটকে পড়ে এবং এতে থাকা জেলেরা খাদ্য ও পানির সংকটে পড়েন।

খবর পাওয়ার পর বাংলাদেশ নৌবাহিনীর একটি টহল জাহাজ দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয় এবং জেলেদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে দুর্ঘটনায় পড়া জেলেদের উদ্ধার ও সহায়তার পাশাপাশি তারা নিয়মিত মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।