ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

ছবি: নিজস্ব

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ২৬ জন জেলেকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ‘মা ইলিশ সংরক্ষণ ২০২৫’ অভিযানের নিয়মিত টহলের সময় গত মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) এই মানবিক উদ্ধার অভিযানটি পরিচালনা করা হয়।

​নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ‘এমভি তাজমিনুর রহমান’ নামের একটি মাছধরা ট্রলারকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পায়। কাছে গিয়ে নৌসদস্যরা বিপদগ্রস্ত জেলেদের কাছ থেকে সাহায্যের সংকেত পান।

​জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে মাছ ধরতে যাওয়া ট্রলারটি ০৩ অক্টোবর, ২০২৫ তারিখে তীরে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়। এর পর থেকেই মহেশখালী উপজেলার এই ২৬ জন জেলে চার দিন ধরে মাঝ সমুদ্রে অসহায়ের মতো ভাসছিলেন।

​দ্রুততার সাথে নৌবাহিনীর সদস্যরা ক্ষুধার্ত জেলেদের উদ্ধার করে। জাহাজে তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে নৌবাহিনীর জাহাজটি জেলেদের এবং তাদের ট্রলারটিকে নিরাপদে উপকূলে নিয়ে আসে এবং তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করে।

​দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় পরিচালিত এই উদ্ধার কার্যক্রম তাদের সেবামূলক কাজের আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

আপডেট সময় : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ২৬ জন জেলেকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ‘মা ইলিশ সংরক্ষণ ২০২৫’ অভিযানের নিয়মিত টহলের সময় গত মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) এই মানবিক উদ্ধার অভিযানটি পরিচালনা করা হয়।

​নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ‘এমভি তাজমিনুর রহমান’ নামের একটি মাছধরা ট্রলারকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পায়। কাছে গিয়ে নৌসদস্যরা বিপদগ্রস্ত জেলেদের কাছ থেকে সাহায্যের সংকেত পান।

​জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে মাছ ধরতে যাওয়া ট্রলারটি ০৩ অক্টোবর, ২০২৫ তারিখে তীরে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়। এর পর থেকেই মহেশখালী উপজেলার এই ২৬ জন জেলে চার দিন ধরে মাঝ সমুদ্রে অসহায়ের মতো ভাসছিলেন।

​দ্রুততার সাথে নৌবাহিনীর সদস্যরা ক্ষুধার্ত জেলেদের উদ্ধার করে। জাহাজে তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে নৌবাহিনীর জাহাজটি জেলেদের এবং তাদের ট্রলারটিকে নিরাপদে উপকূলে নিয়ে আসে এবং তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করে।

​দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় পরিচালিত এই উদ্ধার কার্যক্রম তাদের সেবামূলক কাজের আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত।