
খাগড়াছড়িতে ইজিবাইকের ধাক্কায় মো. মান্নান মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) রাতে জেলা সদরের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মান্নান মিয়া মোহাম্মদপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ গেট এলাকায় চলন্ত একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন মান্নান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ইজিবাইকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”