ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

রাবি ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুয়েট শিক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বাধীন আহমেদ নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পাশের মাঠে এ ঘটনা ঘটে।

আহত স্বাধীন আহমেদ রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীন কাজলা গেট হয়ে রাবি ক্যাম্পাসে প্রবেশ করছিলেন। জুবেরী ভবনের আগে শেখ রাসেল মডেল স্কুলের পাশের মাঠে পৌঁছালে দু-তিনজন অজ্ঞাত যুবক তার পথরোধ করে। কোনো কিছু বোঝার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে স্বাধীন আহমেদের থুতনি ও বাম হাতে গুরুতর আঘাত লাগে। হাতে গভীর ক্ষতের জন্য তাকে সেলাই নিতে হয়েছে।

স্বাধীনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে রুয়েটের শিক্ষক ও কর্মকর্তারা রাতেই হাসপাতালে ছুটে যান।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার বলেন, ঘটনাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় হওয়ায় আমরা রাবি প্রক্টর অফিসকে জানিয়েছি। তারা অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। রুয়েট প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, শনিবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

রাবি ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুয়েট শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০৬:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বাধীন আহমেদ নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পাশের মাঠে এ ঘটনা ঘটে।

আহত স্বাধীন আহমেদ রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীন কাজলা গেট হয়ে রাবি ক্যাম্পাসে প্রবেশ করছিলেন। জুবেরী ভবনের আগে শেখ রাসেল মডেল স্কুলের পাশের মাঠে পৌঁছালে দু-তিনজন অজ্ঞাত যুবক তার পথরোধ করে। কোনো কিছু বোঝার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে স্বাধীন আহমেদের থুতনি ও বাম হাতে গুরুতর আঘাত লাগে। হাতে গভীর ক্ষতের জন্য তাকে সেলাই নিতে হয়েছে।

স্বাধীনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে রুয়েটের শিক্ষক ও কর্মকর্তারা রাতেই হাসপাতালে ছুটে যান।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার বলেন, ঘটনাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় হওয়ায় আমরা রাবি প্রক্টর অফিসকে জানিয়েছি। তারা অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। রুয়েট প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, শনিবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।