
২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। দাবি আদায়ে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, সরকারের পক্ষ থেকে দুপুরের মধ্যে বাড়িভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন না এলে ‘লং মার্চ’ সহ কঠোর কর্মসূচিতে যাবে শিক্ষক সমাজ।
তিনি বলেন, “২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে ফিরবেন না।”
এর আগে সোমবার সকাল থেকেই সারাদেশের স্কুল-কলেজে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও ক্লাসে প্রবেশ করছেন না। ফলে দেশের শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের প্রস্তাবিত বাড়িভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও বাস্তববর্জিত’। তারা ২০ শতাংশ ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।
গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটে। এরপর শিক্ষকরা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।
রাতভর খোলা আকাশের নিচে প্লাস্টিকের চট ও ব্যানার বিছিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঢাকায় অবস্থানরত শিক্ষকদের প্রতি সংহতি জানাচ্ছেন সারাদেশের শিক্ষকরা।