
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, রাকসু নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালি উচ্চমানের। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ঘষাঘষি করে, তাহলে তা উঠতেই পারে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় উপাচার্য রাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা আমাদের দায়িত্ব পালনে পুরোপুরি সন্তুষ্ট। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে।”
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং বিভিন্ন কেন্দ্র ঘুরে ইতিবাচক অভিজ্ঞতা হয়েছে তাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতা নিয়ে নির্বাচন পরিচালনায় কাজ করছে বলেও জানান উপাচার্য।