
রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে ১৭টি হলেই ভিপি, জিএস ও এজিএস, এই তিনটি প্রধান পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। কোনো হলেই ছাত্রদলের প্রার্থী এই তিন প্রধান পদের একটি তেও বিজয়ী হতে পারেননি।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ভিপি (সভাপতি) পদে তাদের প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২,৬৮৭ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩,৩৯৭ ভোট।
তবে জিএস (সাধারণ সম্পাদক) পদে ব্যতিক্রম ঘটেছে। ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে জয় পেয়েছেন। তিনি ১১,৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির-সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৭ ভোট।
উল্লেখ্য, সালাউদ্দিন আম্মার ও ফাহিম রেজা উভয়েই পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।