
নরসিংদীর মাধবদীতে অফিস থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুর মাসুম।
রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই ওবায়দুর মাসুমকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
নিজ অভিজ্ঞতা বর্ণনা করে সাংবাদিক মাসুম বলেন, প্রতিদিনের মতোই আজও অফিস শেষে মাধবদীর বাড়িতে ফিরছিলাম। রাত ৯টার দিকে মহাখালী থেকে মোটরসাইকেলে রওনা হই। বনানীতে একটি চশমার দোকানে যাওয়ায় কিছুটা দেরি হয়। কান্দাইল এলাকায় পৌঁছাতেই দুটি মোটরসাইকেল আমার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই এক বাইক থেকে দুজন নেমে এসে আমার পিঠ, বাহু ও ডান পায়ে মারধর শুরু করে। এ সময় একজন আমাকে অকথ্য গালিগালাজও করে। তারা আমার বাইকের সামনের অংশও ভেঙে দেয়। পরে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আমার কাছে মোবাইল ও ল্যাপটপ ছিল, কিন্তু তারা কিছুই নেয়নি। তাই ঘটনাটি ছিনতাই নয় বলেই মনে হচ্ছে। সম্ভবত পেশাগত কারণেই হামলা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করব। নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু হাসনাত মো. সায়েম বলেন, ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি এখন শঙ্কামুক্ত।
প্রতিনিধির নাম 



























