
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য হাবিলদার জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৪ সালে সিপাহি হিসেবে আরএনবিতে যোগদান করে তিনি পরবর্তীতে নায়েক ও হাবিলদার পদে উন্নীত হন। এরপর থেকেই তিনি ক্ষমতাবান কর্মকর্তাদের ছায়ায় থেকে প্রভাবশালী হয়ে ওঠেন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, জসিম উদ্দিন সরকার বদলি ও তদবির বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেন। পরবর্তীতে পাহাড়তলী কারখানায় দায়িত্ব পালনকালে দায়িত্বে অবহেলা, ঘুষ আদায় ও বহিরাগত চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগও ওঠে। ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চুরি একটি ভিডিও ভাইরাল হলে।তাকে সিজিপিওয়াই-এ হাবিলদার হিসেবে বদলি করা হয়।
তবে, সিজিপিওয়াইয়েও তিনি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার অব্যাহত রাখেন। বিদেশ থেকে আমদানি করা রেল ইঞ্জিনের মূল্যবান যন্ত্রাংশ হারানো, ইয়ার্ড এলাকায় অবৈধ দোকান বসিয়ে মাসোহারা আদায়, সরকারি জায়গা ভাড়া দেওয়া, ভুয়া টিএ/ডিএ বিল উত্তোলনসহ একাধিক দুর্নীতির ঘটনায় তার নাম উঠে আসে।
আরএনবির বেশ কয়েকজন সদস্যের অভিযোগ, ডিউটির বিনিময়ে জসিম উদ্দিন ও তার ঘনিষ্ঠরা মাসিক অর্থ আদায় করেন। তারা অভিযোগ করেন, “এখানে দাঁড়াতেও টাকা, বসতেও টাকা দিতে হয়।” এ কারণে নিচুতলার সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
২০২৩ সালে সিজিপিওয়াই ইয়ার্ডে ইংল্যান্ড হতে নতুন আমদানিকৃত ৬৬ সিরিজের তিনটি ব্রডগেজ ইঞ্জিনের টাকশাল মোটরের মূল্যবান কোটি টাকার লিড ক্যাবল হারানোর ঘটনায়ও তার নাম আলোচনায় আসে। তবে শাস্তির পরিবর্তে তাকে পুরস্কারের মতো নতুন নতুন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি মন্ত্রণালয়ের নির্দেশে তার আখাউড়া স্টেশনে বদলি হলেও, পরবর্তী বিভিন্ন তদবির ও ঊর্ধ্বতন কৃর্তপক্ষকে ম্যানেজ করে ষোল শহর স্টেশন বদলী অর্ডার হলে সচেতন মহল ও সাংবাদিকদের প্রতিবাদের কারনে তাহা স্থগিত হয়। সর্বশেষ ১৯ অক্টোবর ২০২৫ তারিখে তাকে আবারও চট্টগ্রামের সিআরবি এলাকায় হাবিলদার হিসেবে পদায়ন করা হয়েছে, যা অনেকের কাছে “অপকর্মের পুরস্কার” বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে চীফ কমান্ডেন্ট জানান, হাবিলদার জসিমের বিষয়ে আমরা অবগত তবে তার পরিবার চট্টগ্রাম থাকে সে হিসেবে তাকে একটাবার সুযোগ দিলাম যদি সে পুনরায় আবার দূর্নীতির সাথে যুক্ত হয় তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।