ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

কালিয়াকৈরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈরেও বুধবার সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে নাওজোড় হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে আবার বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এবং সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দেওয়ান মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিনার উদ্দিন, বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন আলী, শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মো. কিরণ মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা এসব নিয়ম মেনে চললে সড়কে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব।

তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়তে হলে পুলিশের পাশাপাশি পরিবহন শ্রমিক, মালিক এবং যাত্রী সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগেই গড়ে তোলা সম্ভব একটি নিরাপদ, সচেতন ও দুর্ঘটনামুক্ত সড়ক পরিবেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পিসিআইইউ টেক্সটাইল স্পোর্টস কার্নিভাল ২০২৫ জমকালো আয়োজনের মাধ্যমে সমাপ্তি

কালিয়াকৈরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আপডেট সময় : ০৪:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈরেও বুধবার সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে নাওজোড় হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে আবার বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এবং সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দেওয়ান মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিনার উদ্দিন, বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন আলী, শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মো. কিরণ মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা এসব নিয়ম মেনে চললে সড়কে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব।

তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়তে হলে পুলিশের পাশাপাশি পরিবহন শ্রমিক, মালিক এবং যাত্রী সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগেই গড়ে তোলা সম্ভব একটি নিরাপদ, সচেতন ও দুর্ঘটনামুক্ত সড়ক পরিবেশ।