
পোলট্রি খামারে প্রাণঘাতি বার্ড ফ্লু ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই এই ভাইরাসে হাজার হাজার মুরগি মারা গেছে, যা খামারিদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে প্রাণঘাতি এইচ৫এন১ ধরনের ভাইরাস শনাক্ত হওয়ায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। অনেক খামারি বাধ্য হয়ে আক্রান্ত মুরগি নিধনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
গত কয়েক বছরে বার্ড ফ্লুতে শত শত কোটি পোলট্রির মৃত্যু ঘটায় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং খাদ্যদ্রব্যের দামও বেড়েছে। নতুন প্রাদুর্ভাবের কারণে নতুন এক মহামারির শঙ্কা তৈরি হয়েছে।
বেলজিয়াম সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আক্রান্ত পোলট্রিকে ঘরে আবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্রান্সও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) জানিয়েছে, বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় ডিকসমুইডে একটি টার্কি খামারে এইচ৫এন১ শনাক্ত হয়েছে। এতে ৩১৯টি টার্কি মারা গেছে এবং ৬৭,১১০টি পাখি নিধন করা হয়েছে।
এছাড়া স্লোভাকিয়াতেও নতুন প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নেদারল্যান্ডসের মধ্য-পূর্বাঞ্চলে একটি খামারে বার্ড ফ্লু শনাক্তের পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 


























