
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের বাড়ির পাশে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পারুয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো স্থানীয় মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (১১), পাশের বাড়ির মো. কালু মিয়ারের মেয়ে রুবিনা পারভীন হাবিবা (৭) এবং পারুয়া সাহাব্দীনগর গ্রামের প্রবাসী মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (১০)। সুমাইয়া ও জান্নাত খালাতো বোন, আর হাবিবা তাদের চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জান্নাত তার মামার সঙ্গে খালার বাড়িতে বেড়াতে আসে। মামা ও বোন গল্প করার সময় দুই খালাতো বোন মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে তাদের সঙ্গে হাবিবারও যোগ দেয়। গোসলের সময় স্বজনরা তাদের ঘরে ফিরিয়ে আনে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা আবারও সকলের অগোচরে পুকুরে নেমে যায়। পরবর্তীতে স্বজনরা গিয়ে দেখেন তিনজনই ডুবে ভেসে উঠেছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একইদিন রাত সাড়ে ৮টায় সুমাইয়া ও হাবিবার এবং রাত ১০টায় সাহাব্দীনগরে নামাজের জানাজা শেষে তাদের লাশ দাফন করা হয়। স্থানীয়রা জানান, শিশুগুলোকে তাদের স্বজনরা দুইবার পুকুর থেকে ফিরিয়ে আনে, কিন্তু তারা আবারও পুকুরে নেমে যায়। মাত্র ১৩ দিন আগে দুই খালাতো বোন সুমাইয়া ও জান্নাতের নানি মারা গিয়েছিলেন।
পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, “তিনটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যু আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
ডেস্ক নিউজ/নিউজ টুডে 
























