ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

শরীয়তপুরের কাচিকাটা নদীতে মাছ শিকার করতে গিয়ে জেলে নিখোঁজ

ছবি : সংগৃহীত

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাচিকাটা নদীতে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন মনপুরার এক জেলে। ঘটনার ১৩ দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ জেলের নাম মো. আবেদ (২০), তিনি মনপুরা উপজেলার ১নং কুলাগাজী তালুক গ্রামের আবুল বাশার মাঝির ছেলে। জানা গেছে, ১৩ অক্টোবর সকালে আবেদ ও তার পাঁচ বন্ধু কাচিকাটা নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেলে মাছ শিকার করছিলেন। নৌপুলিশ তাদের টহল দিতে গিয়ে ধাওয়া করলে আবেদসহ কয়েকজন নদীতে ঝাঁপ দেন। নৌপুলিশ ৩ জেলেকে উদ্ধার করে। নদীতে ঝাঁপ দেওয়া আবেদ ও মনছুর নিখোঁজ হন। পরে আহত মনছুরকে উদ্ধার করা হয়, কিন্তু আবেদ এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলের বাবা আবুল বাশার মাঝি জানান, তিনি শরীয়তপুরের জাজিরা থানা ও নৌপুলিশের কাছে গেছেন, কিন্তু ছেলে আবেদের কোনো খোঁজ পাননি। বরং সেখানে হয়রানির শিকার হয়েছেন। পরিবারের সদস্যরা ছেলের সন্ধান পেতে আজও হাহাকার করছেন।

মনপুরা থানার ওসি আহসান কবির জানান, নিখোঁজ জেলের বাবা থানায় এসেছিলেন। যেহেতু ঘটনা জাজিরা এলাকায় ঘটেছে, তাই তাকে জাজিরা থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। জাজিরা থানার ওসি মাইনুল জানান, যদিও ঘটনাটি থানার আওতায় হলেও এটি নৌপুলিশের নিয়ন্ত্রণাধীন। থানায় কোনো জিডি হয়নি, তবে নৌপুলিশের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প নিয়ে যাত্রা শুরু করল ZCF চট্টগ্রাম উত্তর জেলা

শরীয়তপুরের কাচিকাটা নদীতে মাছ শিকার করতে গিয়ে জেলে নিখোঁজ

আপডেট সময় : ০২:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাচিকাটা নদীতে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন মনপুরার এক জেলে। ঘটনার ১৩ দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ জেলের নাম মো. আবেদ (২০), তিনি মনপুরা উপজেলার ১নং কুলাগাজী তালুক গ্রামের আবুল বাশার মাঝির ছেলে। জানা গেছে, ১৩ অক্টোবর সকালে আবেদ ও তার পাঁচ বন্ধু কাচিকাটা নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেলে মাছ শিকার করছিলেন। নৌপুলিশ তাদের টহল দিতে গিয়ে ধাওয়া করলে আবেদসহ কয়েকজন নদীতে ঝাঁপ দেন। নৌপুলিশ ৩ জেলেকে উদ্ধার করে। নদীতে ঝাঁপ দেওয়া আবেদ ও মনছুর নিখোঁজ হন। পরে আহত মনছুরকে উদ্ধার করা হয়, কিন্তু আবেদ এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলের বাবা আবুল বাশার মাঝি জানান, তিনি শরীয়তপুরের জাজিরা থানা ও নৌপুলিশের কাছে গেছেন, কিন্তু ছেলে আবেদের কোনো খোঁজ পাননি। বরং সেখানে হয়রানির শিকার হয়েছেন। পরিবারের সদস্যরা ছেলের সন্ধান পেতে আজও হাহাকার করছেন।

মনপুরা থানার ওসি আহসান কবির জানান, নিখোঁজ জেলের বাবা থানায় এসেছিলেন। যেহেতু ঘটনা জাজিরা এলাকায় ঘটেছে, তাই তাকে জাজিরা থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। জাজিরা থানার ওসি মাইনুল জানান, যদিও ঘটনাটি থানার আওতায় হলেও এটি নৌপুলিশের নিয়ন্ত্রণাধীন। থানায় কোনো জিডি হয়নি, তবে নৌপুলিশের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রয়েছে।