ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সেনা অভিযানে ইউপিডিএফের চাঁদা আদায়কারী আটক

ছবি : সংগৃহীত

উনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের জন্য অবৈধ চাঁদা আদায়ের অভিযোগে একজনকে আটক করেছে সেনাবাহিনী।

গত শুক্রবার রাতে সেনাবাহিনীর পানছড়ি ক্যাম্পের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পানছড়ি সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ মাহবুব রহমান (৫৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি পানছড়ি দমদম এলাকার মৃত ডা. মিজানুর রহমানের ছেলে।

অভিযানের সময় তার কাছ থেকে এক লাখ টাকা এবং বিভিন্ন চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাহবুব দীর্ঘদিন ধরে ইউপিডিএফের পক্ষে পাহাড়ি এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় করছিলেন।

আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী চাঁদা আদায় চক্রের অন্যান্য সহযোগীদের শনাক্তের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সেনা অভিযানে ইউপিডিএফের চাঁদা আদায়কারী আটক

আপডেট সময় : ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

উনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের জন্য অবৈধ চাঁদা আদায়ের অভিযোগে একজনকে আটক করেছে সেনাবাহিনী।

গত শুক্রবার রাতে সেনাবাহিনীর পানছড়ি ক্যাম্পের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পানছড়ি সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ মাহবুব রহমান (৫৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি পানছড়ি দমদম এলাকার মৃত ডা. মিজানুর রহমানের ছেলে।

অভিযানের সময় তার কাছ থেকে এক লাখ টাকা এবং বিভিন্ন চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাহবুব দীর্ঘদিন ধরে ইউপিডিএফের পক্ষে পাহাড়ি এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় করছিলেন।

আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী চাঁদা আদায় চক্রের অন্যান্য সহযোগীদের শনাক্তের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখছে।