ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ড্যাফোডিল ও সিটি শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, হল-পরিষদ বন্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হওয়া সংঘর্ষ থামলেও এখনও বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে আহত শিক্ষার্থীরা আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকেই দুই বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। আতঙ্কে অনেক শিক্ষার্থী হল ছেড়ে যাচ্ছেন।

সিটি ইউনিভার্সিটিতে পরিদর্শনে যান ড্যাফোডিল ইউনিভার্সিটির কর্মকর্তারা এবং ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের আশ্বাস দেন। সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান বলেন, অফিসের ল্যাপটপ, ডেস্কটপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়েছে কিছু শিক্ষার্থী; ক্যান্টিনসহ বহু স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি আরও জানান, ড্যাফোডিলের ১১ জন শিক্ষার্থী এখনও আটকে রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা দাবি করছেন, ড্যাফোডিলের উপাচার্য নিজে এসে ক্ষতিপূরণ প্রদান করবেন।

প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শুরু হওয়া কথাকাটাকাটির একঘণ্টার সংঘর্ষ সাত ঘণ্টা পর্যন্ত চলতে থাকে। এ সময় অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাঁচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন তৎপরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পল্টন হত্যাকাণ্ডে খুনিদের বিচারের দাবীতে সীতাকুণ্ডে জামায়াতের বিক্ষোভ

ড্যাফোডিল ও সিটি শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, হল-পরিষদ বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৭:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হওয়া সংঘর্ষ থামলেও এখনও বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে আহত শিক্ষার্থীরা আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকেই দুই বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। আতঙ্কে অনেক শিক্ষার্থী হল ছেড়ে যাচ্ছেন।

সিটি ইউনিভার্সিটিতে পরিদর্শনে যান ড্যাফোডিল ইউনিভার্সিটির কর্মকর্তারা এবং ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের আশ্বাস দেন। সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান বলেন, অফিসের ল্যাপটপ, ডেস্কটপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়েছে কিছু শিক্ষার্থী; ক্যান্টিনসহ বহু স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি আরও জানান, ড্যাফোডিলের ১১ জন শিক্ষার্থী এখনও আটকে রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা দাবি করছেন, ড্যাফোডিলের উপাচার্য নিজে এসে ক্ষতিপূরণ প্রদান করবেন।

প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শুরু হওয়া কথাকাটাকাটির একঘণ্টার সংঘর্ষ সাত ঘণ্টা পর্যন্ত চলতে থাকে। এ সময় অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাঁচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন তৎপরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।