ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

ইতালির কোমো প্রদেশে মার্তিনেজের গাড়ির ধাক্কায় ৮১ বছরের বৃদ্ধ নিহত

ছবি: সংগৃহীত

ইন্টার মিলানের গোলরক্ষক জোসেফ মার্তিনেজের গাড়ির ধাক্কায় ৮১ বছর বয়সী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত বৃদ্ধ হুইলচেয়ারে ছিলেন। এই দুর্ঘটনা ঘটে ইতালির কোমো প্রদেশে। মার্তিনেজ দুর্ঘটনায় কোনো শারীরিক আঘাত না পেলেও মানসিকভাবে ঝড়ের মতো আঘাত পেয়েছেন।

জানা যায়, হুইলচেয়ারে থাকা বৃদ্ধের সঙ্গে গাড়ি ধাক্কা লাগার পর মার্তিনেজ দ্রুত এগিয়ে গিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করেন। গুরুতর আহত ওই ব্যক্তি অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই প্রাণ হারান। স্থানীয় প্রশাসন এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

ইতালিয়ান পুলিশ রয়টার্সকে জানিয়েছেন, কোমো প্রদেশের এক সাইকলিং রাস্তায় ইলেকট্রিক হুইলচেয়ার আরোহী বৃদ্ধ ছিলেন। এ সময় মার্তিনেজের গাড়ি তাকে ধাক্কা দেয়। মার্তিনেজ গাড়ি থামিয়ে দ্রুত বৃদ্ধকে বাঁচাতে ছুটে গেলেও শেষ পর্যন্ত তিনি বাঁচাতে সক্ষম হননি।

নিহতের প্রতি সম্মান দেখাতে ইন্টার মিলান দলের ফিওরেন্টিনার ম্যাচের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে। ২০২৪ সালে জেনোয়া ক্লাব থেকে ইন্টার মিলানে যোগ দেওয়া মার্তিনেজ এখন পর্যন্ত ক্লাবের জার্সিতে ১২টি ম্যাচ খেলেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

ইতালির কোমো প্রদেশে মার্তিনেজের গাড়ির ধাক্কায় ৮১ বছরের বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০৩:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ইন্টার মিলানের গোলরক্ষক জোসেফ মার্তিনেজের গাড়ির ধাক্কায় ৮১ বছর বয়সী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত বৃদ্ধ হুইলচেয়ারে ছিলেন। এই দুর্ঘটনা ঘটে ইতালির কোমো প্রদেশে। মার্তিনেজ দুর্ঘটনায় কোনো শারীরিক আঘাত না পেলেও মানসিকভাবে ঝড়ের মতো আঘাত পেয়েছেন।

জানা যায়, হুইলচেয়ারে থাকা বৃদ্ধের সঙ্গে গাড়ি ধাক্কা লাগার পর মার্তিনেজ দ্রুত এগিয়ে গিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করেন। গুরুতর আহত ওই ব্যক্তি অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই প্রাণ হারান। স্থানীয় প্রশাসন এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

ইতালিয়ান পুলিশ রয়টার্সকে জানিয়েছেন, কোমো প্রদেশের এক সাইকলিং রাস্তায় ইলেকট্রিক হুইলচেয়ার আরোহী বৃদ্ধ ছিলেন। এ সময় মার্তিনেজের গাড়ি তাকে ধাক্কা দেয়। মার্তিনেজ গাড়ি থামিয়ে দ্রুত বৃদ্ধকে বাঁচাতে ছুটে গেলেও শেষ পর্যন্ত তিনি বাঁচাতে সক্ষম হননি।

নিহতের প্রতি সম্মান দেখাতে ইন্টার মিলান দলের ফিওরেন্টিনার ম্যাচের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে। ২০২৪ সালে জেনোয়া ক্লাব থেকে ইন্টার মিলানে যোগ দেওয়া মার্তিনেজ এখন পর্যন্ত ক্লাবের জার্সিতে ১২টি ম্যাচ খেলেছেন।