ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

নরসিংদীতে মর্মান্তিক ঘটনা পারিবারিক রাগে আগুন, ২ জন নিহত

ছবি : সংগৃহীত

নরসিংদীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী ও সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ৯টায় ও দুপুর ১টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রিনা বেগম (৩৮) এবং তার ছেলে ফরহাদ (১৫) মারা যান। অন্য ছয়জনের মধ্যে রিনার আরেক ছেলে তাওহিদ (৭) বর্তমানে চিকিৎসাধীন; তার দগ্ধের মাত্রা ১৬ শতাংশ। বাকি তিনজন রিনার ছেলে জিহাদ (২৪), বোন সালমা বেগম (৩৪) ও তার ছেলে আরাফাত (১৫)—প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

অভিযুক্ত ফরিদ মিয়া (৪৪) পেশায় পিকআপ চালক ও ঘোড়াদিয়া এলাকার বাসিন্দা। তিনি গত ২২ অক্টোবর রাত ৩টার দিকে স্ত্রী ও সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় ২৫ অক্টোবর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, রিনা ও ফরহাদের মৃত্যু হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, রিনার শরীরের ৫৮ শতাংশ এবং ফরহাদের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

নরসিংদীতে মর্মান্তিক ঘটনা পারিবারিক রাগে আগুন, ২ জন নিহত

আপডেট সময় : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

নরসিংদীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী ও সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ৯টায় ও দুপুর ১টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রিনা বেগম (৩৮) এবং তার ছেলে ফরহাদ (১৫) মারা যান। অন্য ছয়জনের মধ্যে রিনার আরেক ছেলে তাওহিদ (৭) বর্তমানে চিকিৎসাধীন; তার দগ্ধের মাত্রা ১৬ শতাংশ। বাকি তিনজন রিনার ছেলে জিহাদ (২৪), বোন সালমা বেগম (৩৪) ও তার ছেলে আরাফাত (১৫)—প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

অভিযুক্ত ফরিদ মিয়া (৪৪) পেশায় পিকআপ চালক ও ঘোড়াদিয়া এলাকার বাসিন্দা। তিনি গত ২২ অক্টোবর রাত ৩টার দিকে স্ত্রী ও সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় ২৫ অক্টোবর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, রিনা ও ফরহাদের মৃত্যু হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, রিনার শরীরের ৫৮ শতাংশ এবং ফরহাদের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।