ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

ফরিদপুরে নদীতে ভেসে উঠল অজ্ঞাত নারীর মরদেহ

ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের হানিফ হাজীর ডাঙ্গী গ্রামসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে নদীতে মরদেহটি ভাসতে দেখে তারা থানায় খবর দেন। পরে ফরিদপুর কোতোয়ালি থানার নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নৌপুলিশের এসআই মো. আবুজর গিফারী বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৮–১০ দিন আগে নারীর মৃত্যু হয়েছে এবং মরদেহটি নদীতে ভেসে এসেছে।”

তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে, এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ফরিদপুরে নদীতে ভেসে উঠল অজ্ঞাত নারীর মরদেহ

আপডেট সময় : ০১:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের হানিফ হাজীর ডাঙ্গী গ্রামসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে নদীতে মরদেহটি ভাসতে দেখে তারা থানায় খবর দেন। পরে ফরিদপুর কোতোয়ালি থানার নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নৌপুলিশের এসআই মো. আবুজর গিফারী বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৮–১০ দিন আগে নারীর মৃত্যু হয়েছে এবং মরদেহটি নদীতে ভেসে এসেছে।”

তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে, এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।