ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ডুবোচরে আটকা লঞ্চে আতঙ্ক, পরে উদ্ধার দুই শতাধিক যাত্রী

দুই শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৭ লঞ্চটি গজারিয়া লঞ্চঘাটের উত্তর পাশের ডুবোচরে আটকে পড়েছে। এতে লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে লঞ্চটি ডুবোচরে আটকে থাকার বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ঢাকার উদ্দেশে চাঁদপুর লঞ্চঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যায় বোগদাদিয়া-৭। পথে রাত ৮টার দিকে হঠাৎ ঝড় ও ঘন কুয়াশার কারণে গজারিয়া লঞ্চঘাটের উত্তর পাশে ডুবোচরে আটকা পড়ে লঞ্চটি। এসময় যাত্রীদের মধ্যে ডাকাত আতঙ্কসহ নানা ভয় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে কাছাকাছি থাকা দুটি লঞ্চের সহায়তায় যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বাবু লাল বৈদ্য জানান, রাত ৯টার পর চাঁদপুর থেকে এমভি ইমাম হাসান-৫ এবং ঢাকা থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৮ লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে নিরাপদে গন্তব্যে পাঠিয়েছে। তবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, বোগদাদিয়া-৭ লঞ্চটি এখনও ডুবোচরে আটকে আছে। জোয়ার এলে লঞ্চটি নামানোর কাজ শুরু হবে। লঞ্চটির নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশের গর্ব সেনাবাহিনীকে নিয়ে শফিক তুহিনের হৃদয়স্পর্শী গান

ডুবোচরে আটকা লঞ্চে আতঙ্ক, পরে উদ্ধার দুই শতাধিক যাত্রী

আপডেট সময় : ০১:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

দুই শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৭ লঞ্চটি গজারিয়া লঞ্চঘাটের উত্তর পাশের ডুবোচরে আটকে পড়েছে। এতে লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে লঞ্চটি ডুবোচরে আটকে থাকার বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ঢাকার উদ্দেশে চাঁদপুর লঞ্চঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যায় বোগদাদিয়া-৭। পথে রাত ৮টার দিকে হঠাৎ ঝড় ও ঘন কুয়াশার কারণে গজারিয়া লঞ্চঘাটের উত্তর পাশে ডুবোচরে আটকা পড়ে লঞ্চটি। এসময় যাত্রীদের মধ্যে ডাকাত আতঙ্কসহ নানা ভয় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে কাছাকাছি থাকা দুটি লঞ্চের সহায়তায় যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বাবু লাল বৈদ্য জানান, রাত ৯টার পর চাঁদপুর থেকে এমভি ইমাম হাসান-৫ এবং ঢাকা থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৮ লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে নিরাপদে গন্তব্যে পাঠিয়েছে। তবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, বোগদাদিয়া-৭ লঞ্চটি এখনও ডুবোচরে আটকে আছে। জোয়ার এলে লঞ্চটি নামানোর কাজ শুরু হবে। লঞ্চটির নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।