
সাভারে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা।
সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয় ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি ও কলাতিয়াপাড়া এলাকায়।
অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে মেসার্স এ এ বি ব্রিকস-এর কিলন ও চিমনি ভেঙে কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে মেসার্স এম এইচ বি ব্রিকস ও মেসার্স বি সি এম-৩ ব্রিকস-এর অবৈধ কার্যক্রম বন্ধ করে উভয় প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়।
এছাড়াও মেসার্স বি এম সি-১ ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালানো হয়, যা পূর্ব থেকেই বন্ধ ছিল। সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার সরিয়ে নেওয়া হয়। উচ্ছেদ অভিযানে দুটি এক্সকেভেটর ব্যবহার করা হয়।
মোবাইল কোর্টের এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন, খায়রুন্নাহার ও আশিক আহমেদ।
এছাড়া অভিযানে আরও উপস্থিত ছিলেন, অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহমেদ কবীর, পরিদর্শক মোঃ শামসুর রহমান, ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইলিয়াস মাহমুদ, সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন, পরিদর্শক নয়ন কুমার রায়, মোঃ হাবিবুর রহমান ও এস এম মনজুর-উল-আলম।
অভিযানে সহায়তা প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি দল, এক প্লাটুন র্যাব, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা।
বায়ুদূষণ রোধে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ ইটভাটা ও দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর।
																			
																মোঃ আনোয়ার সুলতান/সাভার, প্রতিনিধি/নিউজ টুডে								 

























