
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষ প্রতীকধারী বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে মিছিলটি শুরু হয় এবং ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এক পথসভায় শেষ হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আলাউদ্দিন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য কেবল ক্ষমতা নয়, দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও জনগণের অধিকার পুনরুদ্ধার করা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন আমাদের মূল অঙ্গীকার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজাল গাজী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজী আলাউদ্দিনের বিকল্প নেই।”
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























