
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবার (৮ নভেম্বর ২০২৫) বঙ্গোপসাগরে টহল চলাকালীন নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সাগরে ভাসমান একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় ট্রলারটি তিন দিন ধরে সাগরে ভাসছিল। ওই অবস্থায় জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে আলো ও হাত নাড়িয়ে সাহায্যের সংকেত দেয়।
সংকেত পেয়ে টহলরত ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিপদগ্রস্ত ট্রলার ও জেলেদের উদ্ধার করে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া নৌ সদস্যরা জেলেদের প্রাথমিক চিকিৎসা, ওষুধ, খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন। পরবর্তীতে উদ্ধারকৃত ট্রলার ও জেলেদের নিরাপদে তীরে নিয়ে এসে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার পাওয়া জেলেরা জানান, গত ০৬ নভেম্বর ২০২৫ তারিখে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে তারা টানা তিন দিন ধরে গভীর সাগরে দিকভ্রান্ত অবস্থায় ভাসছিলেন।
বাংলাদেশ নৌবাহিনীর এই তৎপরতা আবারও প্রমাণ করেছে যে, সমুদ্রের নিরাপত্তা ও মানবিক সেবায় নৌবাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে।
নিজস্ব/নিউজ টুডে 



























