ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

কালিয়াকৈরে পরিবহন শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দেশব্যাপী পরিবহনে অগ্নিসংযোগ ও নিরীহ শ্রমিক হত্যার প্রতিবাদে গাজীপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল থেকেই হাজারো পরিবহন শ্রমিক ও মালিকগণ কালিয়াকৈর বাসস্ট্যান্ডে জড়ো হয়ে প্রতিবাদে অংশ নেন। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাস টার্মিনালে এসে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের নামে সাধারণ মানুষের যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং নিরীহ শ্রমিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিনার উদ্দিন, গাজীপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, কার্যকরী সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ রমজান আলী খান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী মিলন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ জসিম উদ্দিন, অটোটেম্পু সিএনজি মালিক সমিতির সভাপতি ভিপি শাহজাহান সিরাজ, ম্যাক্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক ভিপি শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ এবং রেন্টে কার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা আরও বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখে।

অথচ আজ তাদের ওপর অন্যায়ভাবে হামলা চালানো হচ্ছে। এভাবে সাধারণ শ্রমিকদের ওপর নির্যাতন চালিয়ে দেশের পরিবহন ব্যবস্থা অচল করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী শ্রমিকরা “শ্রমিক হত্যা বন্ধ কর”, “অগ্নিসন্ত্রাসের বিচার চাই”, “পরিবহন শ্রমিক ঐক্যবদ্ধ” এমন নানা শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

কালিয়াকৈরে পরিবহন শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

দেশব্যাপী পরিবহনে অগ্নিসংযোগ ও নিরীহ শ্রমিক হত্যার প্রতিবাদে গাজীপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল থেকেই হাজারো পরিবহন শ্রমিক ও মালিকগণ কালিয়াকৈর বাসস্ট্যান্ডে জড়ো হয়ে প্রতিবাদে অংশ নেন। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাস টার্মিনালে এসে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের নামে সাধারণ মানুষের যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং নিরীহ শ্রমিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিনার উদ্দিন, গাজীপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, কার্যকরী সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ রমজান আলী খান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী মিলন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ জসিম উদ্দিন, অটোটেম্পু সিএনজি মালিক সমিতির সভাপতি ভিপি শাহজাহান সিরাজ, ম্যাক্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক ভিপি শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ এবং রেন্টে কার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা আরও বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখে।

অথচ আজ তাদের ওপর অন্যায়ভাবে হামলা চালানো হচ্ছে। এভাবে সাধারণ শ্রমিকদের ওপর নির্যাতন চালিয়ে দেশের পরিবহন ব্যবস্থা অচল করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী শ্রমিকরা “শ্রমিক হত্যা বন্ধ কর”, “অগ্নিসন্ত্রাসের বিচার চাই”, “পরিবহন শ্রমিক ঐক্যবদ্ধ” এমন নানা শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।