
পাবনার ঈশ্বরদী ইপিজেডের হাইজিংটন চায়না চুল কোম্পানির কারখানায় শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অক্সিজেন সংকটে ৪৩ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনা ঘটে কোম্পানির চতুর্থ তলায় দীর্ঘ সময় এসি বন্ধ থাকায়।
৪৩ জনের মধ্যে ১৫ জনকে বেপজা হাসপাতালে এবং বাকি ২৮ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্তরা মূলত গণহিষ্টিরিয়া বা আতঙ্কজনিত অসুস্থতায় ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসা হিসেবে তাদেরকে অক্সিজেন, স্যালাইন, ইনজেকশন ও নেবুলাইজেশন দেওয়া হয়েছে। বর্তমানে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
আক্রান্ত শ্রমিকরা জানিয়েছেন, চতুর্থ তলায় কাজের সময় এসি বন্ধ হয়ে গেলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় শ্বাসকষ্ট ও বমি ভাবের মতো সমস্যা দেখা দেয়। হাইজিংটন কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা রাশিদুজ্জামান কালবেলাও বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালকও জানিয়েছেন, আক্রান্তরা গণহিষ্টিরিয়ায় ভুগছিলেন এবং খবর পাওয়ার পর কারখানায় দ্রুত পরিদর্শন করা হয়েছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























