ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

ঝিনাইদহে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, এক প্রবাসীর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা-লক্ষ্মীপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মাহবুল হোসেন (৪০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুল হোসেন কম্বোডিয়ায় প্রবাসী ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন। স্থানীয়রা জানান, সামাজিক নেতা হুমায়নের সমর্থক সিরাজ মোল্লার কাছ থেকে জমি লিজে চাষাবাদ করতেন জিয়ারুল ইসলামের সমর্থক বাটুল বিশ্বাস। জমি ফেরত নেওয়ার বিষয়ে বাটুলের সঙ্গে বিরোধের জেরে সিরাজ মোল্লার লোকজন শনিবার সকালে জমি দখলের চেষ্টা করলে সংঘর্ষের সৃষ্টি হয়।

মাঠ থেকে বাড়ি ফেরার পথে জিয়ারুলের চাচাতো ভাই ও বাটুলের সমর্থক মাহবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া জানান, শুক্রবার রাতে উভয়পক্ষকে নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে শনিবার সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জমি লিজ ফেরত নেওয়ার বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ঝিনাইদহে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, এক প্রবাসীর মৃত্যু

আপডেট সময় : ০৭:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা-লক্ষ্মীপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মাহবুল হোসেন (৪০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুল হোসেন কম্বোডিয়ায় প্রবাসী ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন। স্থানীয়রা জানান, সামাজিক নেতা হুমায়নের সমর্থক সিরাজ মোল্লার কাছ থেকে জমি লিজে চাষাবাদ করতেন জিয়ারুল ইসলামের সমর্থক বাটুল বিশ্বাস। জমি ফেরত নেওয়ার বিষয়ে বাটুলের সঙ্গে বিরোধের জেরে সিরাজ মোল্লার লোকজন শনিবার সকালে জমি দখলের চেষ্টা করলে সংঘর্ষের সৃষ্টি হয়।

মাঠ থেকে বাড়ি ফেরার পথে জিয়ারুলের চাচাতো ভাই ও বাটুলের সমর্থক মাহবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া জানান, শুক্রবার রাতে উভয়পক্ষকে নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে শনিবার সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জমি লিজ ফেরত নেওয়ার বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।