
উত্তরাঞ্চলের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরীয় হাওয়ায় শীতের প্রভাবে কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। বিগত কয়েক দিন ধরে এই এলাকায় তাপমাত্রা ১৩–১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ভেদ করে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। শীতের প্রভাব লক্ষ্য করা গেছে কর্মব্যস্ত মানুষের দৈনন্দিন কাজে। ভোরে দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালক এবং কৃষকরা কাজে বের হয়েছেন।
প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় হিমেল বাতাস এবং হালকা কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ।
এর আগে শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বিশেষ করে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























