ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

গাজীপুরে ব্যাংক পেট্রোল বোমা বিস্ফোরণ: কর্মকর্তা নিরাপদে উদ্ধার

গাজীপুরের বারতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে ব্যাংকের সাইনবোর্ড পুড়ে গেলেও কার্যালয়ের ভেতর বা আশপাশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা রাতের বেলা অফিসেই ছিলেন। বিকট শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পেছনের গেট দিয়ে নিরাপদে বের হন। তিনি বলেন, সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশের টহল জোরদার থাকার কারণে হামলাকারীরা বড় ধরনের নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করা হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

গাজীপুরে ব্যাংক পেট্রোল বোমা বিস্ফোরণ: কর্মকর্তা নিরাপদে উদ্ধার

আপডেট সময় : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

গাজীপুরের বারতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে ব্যাংকের সাইনবোর্ড পুড়ে গেলেও কার্যালয়ের ভেতর বা আশপাশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা রাতের বেলা অফিসেই ছিলেন। বিকট শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পেছনের গেট দিয়ে নিরাপদে বের হন। তিনি বলেন, সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশের টহল জোরদার থাকার কারণে হামলাকারীরা বড় ধরনের নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করা হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।