ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়ক আটকে বিক্ষোভ চালান।

ঘটনা ঘটে বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে কাজলার একটি ক্যানটিনে। ফাইনান্স বিভাগের ২০২১-২২ সেশনের ফারাবী ও ২০২৩-২৪ সেশনের বকশীকে রামদা ঠেকিয়ে তুলে নিয়ে মারধর করে ১০-১২ জন হেলমেটধারী ও মাস্কধারী দুর্বৃত্ত। একই সময়ে নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ সেশনের মিনহাজকেও রামদা দিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় হাসপাতাল পাঠান।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে কাঠের গুড়িতে আগুন ধরিয়ে অবস্থান নেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

ভুক্তভোগী বকশী জানিয়েছেন, হামলাকারীরা মোটরসাইকেল চালিয়ে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে রিকশায় নিয়ে যায়, পরে প্রায় ৩০ মিনিট পর ছেড়ে দেয়। রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, হামলাকারীদের কেউ শনাক্ত করা যায়নি। মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, একজনকে ‘জনি’ নামের সঙ্গে যুক্ত করে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০১:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়ক আটকে বিক্ষোভ চালান।

ঘটনা ঘটে বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে কাজলার একটি ক্যানটিনে। ফাইনান্স বিভাগের ২০২১-২২ সেশনের ফারাবী ও ২০২৩-২৪ সেশনের বকশীকে রামদা ঠেকিয়ে তুলে নিয়ে মারধর করে ১০-১২ জন হেলমেটধারী ও মাস্কধারী দুর্বৃত্ত। একই সময়ে নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ সেশনের মিনহাজকেও রামদা দিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় হাসপাতাল পাঠান।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে কাঠের গুড়িতে আগুন ধরিয়ে অবস্থান নেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

ভুক্তভোগী বকশী জানিয়েছেন, হামলাকারীরা মোটরসাইকেল চালিয়ে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে রিকশায় নিয়ে যায়, পরে প্রায় ৩০ মিনিট পর ছেড়ে দেয়। রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, হামলাকারীদের কেউ শনাক্ত করা যায়নি। মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, একজনকে ‘জনি’ নামের সঙ্গে যুক্ত করে খোঁজখবর নেওয়া হচ্ছে।